Ajker Patrika

নিখোঁজের তিন দিন পর খাল থেকে চীনা নাবিকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিখোঁজের তিন দিন পর খাল থেকে চীনা নাবিকের লাশ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর চট্টগ্রাম বন্দর থেকে চীনা নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। 

ওই নাবিকের নাম ঝাং মিন ইয়ান (৪১)। তিনি জাহাজটিতে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এর আগে গত মঙ্গলবার বিকেলে দুর্ঘটনা প্রতিরোধের মহড়ার সময় চীনা পতাকাবাহী জাহাজ থেকে পড়ে নিখোঁজ হন। 

জানা গেছে, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা এমভি ক্যাং হুয়ান জাহাজে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কোস্টগার্ড ও বন্দরের নৌযান দিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। পরে আজ সকালে চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহরের আনন্দবাজার খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। 

চট্টগ্রাম বন্দর থেকে পাওয়া তথ্য মতে, গত ২৬ ডিসেম্বর ওই নাবিক জাহাজটিতে যোগদান করেন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দর থেকে পাথর নিয়ে গত রোববার বন্দর জলসীমায় পৌঁছায়। 

এই বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজটিতে দুর্ঘটনা প্রতিরোধে মহড়ার সময় ১৬ জন নাবিক জাহাজে থাকা লাইফবোটে চড়েন। হঠাৎ করে জাহাজ থেকে লাইফবোট সাগরে পড়ে যান। এ সময় ১৫ জন নাবিককে উদ্ধার হলেও একজনকে উদ্ধার করা যায়নি। সেই নিখোঁজ নাবিক ঝাং মিন ইয়ানকে শুক্রবার সকালে উদ্ধার করা হয়। 

এ ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে বলেও জানান বন্দরের এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত