ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ভারত থেকে আখাউড়া স্থলবন্দরে আসা অন্তত ১০০ টনের অধিক গম পচে গেছে। এসব পচা গম নিয়ে বিপাকে পড়েছে আমদানিকারক প্রতিষ্ঠান ও আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ। মে মাসের শেষ দিকে এসব গমের চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছেছিল।
জানা যায়, প্রতি টন ৩১ হাজার ৭৪০ টাকা (৩৪৫ মার্কিন ডলার) মূল্যে গমগুলো আমদানি করে চট্টগ্রামের এম আলম গ্রুপ। গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে এসব গম আমদানির জন্য এলসি খোলা হয়েছিল। এখন পর্যন্ত কয়েক হাজার টন গম আমদানি করেছে তারা।
মূলত, ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলার সঙ্গে আসামের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণেই গমের এ অবস্থা হয়েছে। মূলত নির্ধারিত সময়ে গম আসতে না পারা ও সেখানে বৃষ্টিতে ভেজাসহ নানা কারণে গম পচে যায়।
ভারত থেকে পচা গম এসেছে কি না-এমন কথা নাকচ করে দিয়েছে সংশ্লিষ্টরা। তারা জানিয়েছে, বাংলাদেশে আসার পর ভিজে এসব গম পচে গেছে।
তবে বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছে, শেষ দিকে আসা গম ভারত থেকেই পচা অবস্থায় এসেছে। এখন এসব গম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
গমের আমদানিকারক এস আলম গ্রুপের প্রতিনিধি মো. জিহাদ বলেন, গম আনার পর ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে না পারায় বৃষ্টিতে ভিজে গম পচে গেছে। পচা গম খালাসে বিলম্ব হওয়ায় বন্দরের ওয়্যারহাউসে সংরক্ষণ করে রাখা হচ্ছে। তবে ভারত থেকেই কি পচা গম এসেছে, নাকি বন্দরে পড়ে থাকার কারণে পচেছে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, খালাসের অপেক্ষায় বেশ কিছুদিন ধরে স্থলবন্দরে পড়ে থাকার কারণে বৃষ্টিতে ভিজে কিছু গম নষ্ট হয়ে গেছে। বিষয়টি আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজেরাই আলোচনা করে সমাধান করবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন বলেন, গাড়ি বন্দরে আসার পর চালকেরা গমগুলো ঠিকমতো ঢাকেননি। সে জন্য বৃষ্টিতে ভিজে ১০০ টনের মতো গম পচে গেছে। বিষয়টি নিয়ে আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান কথা বলছে।
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন বলেন, ‘আখাউড়া বন্দরে আসার পর এসব গম বৃষ্টিতে ভিজেনি। আনার আগেই হয়তো এমনটি হয়ে থাকতে পারে। তবে আমি যতটুকু জানি শেষদিকে আসা গম পচা ছিল।’
ভারত থেকে আখাউড়া স্থলবন্দরে আসা অন্তত ১০০ টনের অধিক গম পচে গেছে। এসব পচা গম নিয়ে বিপাকে পড়েছে আমদানিকারক প্রতিষ্ঠান ও আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ। মে মাসের শেষ দিকে এসব গমের চালান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছেছিল।
জানা যায়, প্রতি টন ৩১ হাজার ৭৪০ টাকা (৩৪৫ মার্কিন ডলার) মূল্যে গমগুলো আমদানি করে চট্টগ্রামের এম আলম গ্রুপ। গম রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা জারির আগে এসব গম আমদানির জন্য এলসি খোলা হয়েছিল। এখন পর্যন্ত কয়েক হাজার টন গম আমদানি করেছে তারা।
মূলত, ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলার সঙ্গে আসামের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণেই গমের এ অবস্থা হয়েছে। মূলত নির্ধারিত সময়ে গম আসতে না পারা ও সেখানে বৃষ্টিতে ভেজাসহ নানা কারণে গম পচে যায়।
ভারত থেকে পচা গম এসেছে কি না-এমন কথা নাকচ করে দিয়েছে সংশ্লিষ্টরা। তারা জানিয়েছে, বাংলাদেশে আসার পর ভিজে এসব গম পচে গেছে।
তবে বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছে, শেষ দিকে আসা গম ভারত থেকেই পচা অবস্থায় এসেছে। এখন এসব গম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।
গমের আমদানিকারক এস আলম গ্রুপের প্রতিনিধি মো. জিহাদ বলেন, গম আনার পর ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে না পারায় বৃষ্টিতে ভিজে গম পচে গেছে। পচা গম খালাসে বিলম্ব হওয়ায় বন্দরের ওয়্যারহাউসে সংরক্ষণ করে রাখা হচ্ছে। তবে ভারত থেকেই কি পচা গম এসেছে, নাকি বন্দরে পড়ে থাকার কারণে পচেছে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, খালাসের অপেক্ষায় বেশ কিছুদিন ধরে স্থলবন্দরে পড়ে থাকার কারণে বৃষ্টিতে ভিজে কিছু গম নষ্ট হয়ে গেছে। বিষয়টি আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজেরাই আলোচনা করে সমাধান করবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আক্তার হোসেন বলেন, গাড়ি বন্দরে আসার পর চালকেরা গমগুলো ঠিকমতো ঢাকেননি। সে জন্য বৃষ্টিতে ভিজে ১০০ টনের মতো গম পচে গেছে। বিষয়টি নিয়ে আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান কথা বলছে।
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন বলেন, ‘আখাউড়া বন্দরে আসার পর এসব গম বৃষ্টিতে ভিজেনি। আনার আগেই হয়তো এমনটি হয়ে থাকতে পারে। তবে আমি যতটুকু জানি শেষদিকে আসা গম পচা ছিল।’
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
২ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৪ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৫ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে