Ajker Patrika

সেবা দিতে ফ্রন্ট ডেস্কে সহকারী কমিশনার

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
সেবা দিতে ফ্রন্ট ডেস্কে সহকারী কমিশনার

চট্টগ্রামের বোয়ালখালীতে সাধারণ মানুষকে সেবা দিতে নিজ কার্যালয়ের ফ্রন্ট ডেস্কে অবস্থান নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার। আজ মঙ্গলবার সকাল থেকে তিনি উপজেলা ভূমি অফিসের নিচতলায় একটি ডেস্কে বসে আগত সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতারের অফিস কক্ষ দ্বিতীয় তলায়। তবে সেবাপ্রার্থীরা ভূমি বিষয়ে তাঁর কক্ষে খুব একটা যেতে চান না। এ কারণেই তিনি এ কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। 

সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার বলেন, ‘সেবাপ্রার্থীরা আমার কক্ষে খুব একটা যেতে চান না। তাই তাঁদের সেবা নিশ্চিত করতেই নিজ কক্ষ ছেড়ে নিচতলার ফ্রন্ট ডেস্কে এসেছি। সাধারণ মানুষের কথা শুনছি। তাঁদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য ব্যবস্থা নিচ্ছি।’

এ কার্যক্রমে খুশি সেবাগ্রহীতারা। সেবাপ্রার্থী মো. হারুন জানান, গতকাল সোমবার থেকে সহকারী কমিশনার ভূমি সংক্রান্ত বিষয়ে সরাসরি কথা বলছেন। এতে অনেক বিষয় সহজে সমাধান হয়ে যাচ্ছে। ফলে ভূমি নামজারি, দাখিলা কাটাসহ যাবতীয় কার্যক্রমে হয়রানি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত