Ajker Patrika

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে জাইকার প্রতিনিধিদল

কক্সবাজার প্রতিনিধি
ঢাকার জাপান দূতাবাস ও জাইকার প্রতিনিধিদল আজ রোববার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করে। ছবি: আজকের পত্রিকা
ঢাকার জাপান দূতাবাস ও জাইকার প্রতিনিধিদল আজ রোববার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করে। ছবি: আজকের পত্রিকা

ঢাকার জাপান দূতাবাস ও সাহায্য সংস্থা জাইকার পাঁচ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছে। আজ রোববার দুপুরে উপজেলার কুতুপালং ৪ নম্বর ক্যাম্প পরিদর্শন করে তারা।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাইকার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির দক্ষিণ এশিয়ার মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া, জাইকা বাংলাদেশের প্রধান ইচিগুচি তোমোহিদ ও জাইকা বাংলাদেশের প্রোগ্রাম উপদেষ্টা কুরাহাশি কোজিরো।

প্রতিনিধিদলটি দুপুর সাড়ে ১২টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ওয়ান ব্লকে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে ও বেসরকারি সংস্থা (এনজিও) কোডেক পরিচালিত ই-ভাউচার ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার পরিদর্শন করে। তারা সেখানে রোহিঙ্গাদের ই-কার্ড ব্যবহার করে চাল, ডাল, তেল, চিনি, ডিম ইত্যাদি খাদ্যসামগ্রী সংগ্রহ করার প্রক্রিয়া ঘুরে দেখে।

এরপর ক্যাম্প-৫-এর বি-৬ ব্লকে ‘ইউএন উইমেন’-এর অর্থায়নে ও এনজিও সংস্থা ‘অ্যাকশনএইড’ পরিচালিত উইমেনস মার্কেট ঘুরে দেখে তারা। সেখানে রোহিঙ্গা নারীদের সেলাই, হস্তশিল্প, কৃষিকাজ ও ক্ষুদ্র ব্যবসার প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করে এবং বাজারের ২৪টি দোকান ঘুরে দেখে। পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে তারা।

এরপর বেলা ২টার দিকে ইউনিসেফের অর্থায়নে ও এনজিও ব্র্যাক পরিচালিত রোহিঙ্গা শিশুদের শিখন (লার্নিং) সেন্টার পরিদর্শন করে। বেলা ৩টার দিকে প্রতিনিধিদলটি ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআরের অর্থায়নে এনজিও ফোরাম এবং সিএনআরএস পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ও প্রোডাকশন সেন্টার পরিদর্শন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত