নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। নগরের চকবাজার থানায় দায়ের হওয়া এই দুটি মামলায় কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে ২৪ জনকে। অজ্ঞাতনামা আসামি ৭ / ৮ জন।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় চকবাজারের বিতর্কিত যুবলীগ নেতা টিনুসহ ১২ জনের নাম উল্লেখ করে প্রথমে মামলা দায়ের করে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের পক্ষে মো. আনসার নামে এক ছাত্রলীগ কর্মী বাদী হয়ে পাল্টা মামলা করেন।
চকবাজার থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় টিনুসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন সভাপতি মাহমুদুল করিমের অনুসারী চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়মুন। এ মামলায় আসামি করা হয় যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনুসহ (৩৮) আরও ১১ জনকে। মামলার অন্য আসামিরা হলেন–সিরাজুল ইসলাম ওরফে তোরাব (২২), সৌরভ উদ্দিন বাপ্পা (২৪), আমির উদ্দিন ওরফে আমির (৩২), জিয়াউদ্দিন আরমান (২৪), মো. মহিউদ্দিন ওরফে সৌরভ (১৯), মনির উদ্দিন ওরফে রেহান (২৪), আবুল কালাম (২৪), আনসার উদ্দিন (২৩), মন্টি চৌধুরী (৩২), ইমন হোসেন (২৪) ও মো. আব্দুল্লাহ (২৩)।
এ মামলায় সিরাজুল ইসলাম ও সৌরভ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাল্টা মামলার আসামিরা হলেন—চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম (৩০), আবদুল্লা আল সাইমুন (২৮), জাহিদ হাসান সাইমন (২৫), সাফায়েত হোসেন রাজু (২৬), মোস্তফা আমান (৩১), কায়েস মাহমুদ (২৭), শেফায়ুতুল করীম (২৭), কাইয়ুম (২৪), ওয়াহিদুর রহমান সুজন (২৫), মেহরাজ সিদ্দিকী পাভেল (২৬), আবু তোরাফ (২১) ও তৌহিদুল করিম ইমন (২৮)।
তবে এই মামলায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। চকবাজার থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, মারামারিতে জড়িত দুই পক্ষ আলাদাভাবে মামলা করেছে। এখানে দু-পক্ষই তাদের আধিপত্য বিস্তারের জন্য এমন সংঘর্ষে জড়িয়েছে। আমরা তদন্ত করে আইনি পদক্ষেপ নেব।
চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। নগরের চকবাজার থানায় দায়ের হওয়া এই দুটি মামলায় কথিত যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের নাম উল্লেখসহ আসামি করা হয়েছে ২৪ জনকে। অজ্ঞাতনামা আসামি ৭ / ৮ জন।
গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় চকবাজারের বিতর্কিত যুবলীগ নেতা টিনুসহ ১২ জনের নাম উল্লেখ করে প্রথমে মামলা দায়ের করে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারীরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের পক্ষে মো. আনসার নামে এক ছাত্রলীগ কর্মী বাদী হয়ে পাল্টা মামলা করেন।
চকবাজার থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় টিনুসহ ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন সভাপতি মাহমুদুল করিমের অনুসারী চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়মুন। এ মামলায় আসামি করা হয় যুবলীগ নেতা নুর মোস্তাফা টিনুসহ (৩৮) আরও ১১ জনকে। মামলার অন্য আসামিরা হলেন–সিরাজুল ইসলাম ওরফে তোরাব (২২), সৌরভ উদ্দিন বাপ্পা (২৪), আমির উদ্দিন ওরফে আমির (৩২), জিয়াউদ্দিন আরমান (২৪), মো. মহিউদ্দিন ওরফে সৌরভ (১৯), মনির উদ্দিন ওরফে রেহান (২৪), আবুল কালাম (২৪), আনসার উদ্দিন (২৩), মন্টি চৌধুরী (৩২), ইমন হোসেন (২৪) ও মো. আব্দুল্লাহ (২৩)।
এ মামলায় সিরাজুল ইসলাম ও সৌরভ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাল্টা মামলার আসামিরা হলেন—চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম (৩০), আবদুল্লা আল সাইমুন (২৮), জাহিদ হাসান সাইমন (২৫), সাফায়েত হোসেন রাজু (২৬), মোস্তফা আমান (৩১), কায়েস মাহমুদ (২৭), শেফায়ুতুল করীম (২৭), কাইয়ুম (২৪), ওয়াহিদুর রহমান সুজন (২৫), মেহরাজ সিদ্দিকী পাভেল (২৬), আবু তোরাফ (২১) ও তৌহিদুল করিম ইমন (২৮)।
তবে এই মামলায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। চকবাজার থানার ওসি আলমগীর মাহমুদ বলেন, মারামারিতে জড়িত দুই পক্ষ আলাদাভাবে মামলা করেছে। এখানে দু-পক্ষই তাদের আধিপত্য বিস্তারের জন্য এমন সংঘর্ষে জড়িয়েছে। আমরা তদন্ত করে আইনি পদক্ষেপ নেব।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাসচাপায় এক নারী ও তাঁর শিশুসন্তান নিহত হয়েছে। বাসটি পথচারীদের চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে সরোয়ার জাহান (২৬) নামে এক হাসপাতাল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টায় উপজেলার পৌর সদরের উত্তর বাইপাসসংলগ্ন ভূঁইয়া টাওয়ার ভবন থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
২৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারসহ ছয় দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদল সমর্থিত প্যানেল। আজ বুধবার দুপুরে ছাত্রদল মনোনীত রাকসুর সহসভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর এসব দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন।
৩২ মিনিট আগেরাঙামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রুবিনা আফসানা রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে