Ajker Patrika

সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বরখাস্ত 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৭: ৩৬
সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বরখাস্ত 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) বায়োলজিকেল ওশানোগ্রাফি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অবেক্ষাধীন) মো. আবুল কাশেমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানের শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকা, অসদাচরণ ও অসন্তোষজনক কাজের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। বুরির অফিশিয়াল ওয়েবসাইটেও নোটিশ আকারে তাঁকে বরখাস্তের আদেশ প্রচার করা হয়েছে।

বুরির মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দর আজকের পত্রিকাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুরির কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৭ ধারা ৬-এর (২)(ক) প্রবিধি এবং চাকরিতে যোগদানের শর্তাবলির (২) নম্বর শর্তানুযায়ী তাঁকে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার (অবেক্ষাধীন) পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানের শৃঙ্খলাপরিপন্থী ও অসন্তোষজনক কর্মকাণ্ড প্রমাণিত হওয়া বিধি অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) বায়োলজিকেল ওশানোগ্রাফি বিভাগের সদ্য বরখাস্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (অবেক্ষাধীন) মো. আবুল কাশেম বলেন, ‘আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত