Ajker Patrika

শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার, মুখ-কানে আঘাতের চিহ্ন 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৪, ১৮: ২৩
শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার, মুখ-কানে আঘাতের চিহ্ন 

চট্টগ্রামের আনোয়ারায় শ্বশুরবাড়ি থেকে এক গৃহবধূর আঘাতপ্রাপ্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার আলম খান মেম্বারের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত সানজিদা আকতার (২৫) বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার মো. ফরিদ আহমদের মেয়ে। তাঁর স্বামীর নাম মোহাম্মদ করিম (৩৫)। এই দম্পতির দুই ছেলেসন্তান রয়েছে। 

নিহতের মা মমতাজ বেগম (৫৫) বলেন, ‘মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে স্বামী মারধর করত। তার নির্যাতন সইতে না পেরে রমজানের আগে মেয়ে বাপের বাড়িতে চলে আসে দুই ছেলেকে নিয়ে। দীর্ঘদিন এখানে থাকার পর গত সোমবার রাতে স্বামী নিজে এসে তাকে নিয়ে যায়। মেয়ের সুখের কথা চিন্তা করে আমরাও মেয়েকে ভরসা করে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। বলি কিন্তু স্বামী সেখানে নিয়ে গিয়ে আমার মেয়েকে হত্যা করেছে।’ 

তিনি আরও বলেন, ‘আজ শুক্রবার সকালে মেয়ের মৃত্যুর সংবাদটা পর্যন্ত আমাদের দেয়নি। তাদের পার্শ্ববর্তী এক দোকানির মাধ্যমে আমার শুনতে পাই আমার মেয়ে না কি স্ট্রোক করে মারা গেছে। দ্রুত সেখানে গিয়ে দেখি মেয়ের মুখে ফোলা এবং কান দিয়ে রক্ত বের হচ্ছে। আমার মেয়েকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার চাই।’ 

নিহতের বড় জা আজভী আকতার (৩৫) আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার সকালে দেবর করিম চাকরিতে যাওয়ার সময় আমার শাশুড়িকে বলে সানজিদাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার শাশুড়ি সকাল সাড়ে ৮টার দিকে তাদের রুমে গিয়ে সানজিদাকে মৃত অবস্থায় দেখে চিৎকার করে। পরে আমরা রুমে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুখ-কানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মারধরের আঘাতে মারা গেছে। 

ওসি মো. সোহেল আহমেদ বলেন, নিহতের স্বামী মোহাম্মদ করিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত