Ajker Patrika

ফ্লাইওভারে ফাটল দেখে মেয়র বললেন, নিশ্চয় নির্মাণে ত্রুটি আছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৭: ১৯
ফ্লাইওভারে ফাটল দেখে মেয়র বললেন, নিশ্চয় নির্মাণে ত্রুটি আছে

এম এ মান্নান ফ্লাইওভারের (বহদ্দারহাট ফ্লাইওভার) আরাকান সড়কমুখী পাশাপাশি দুটি র‍্যাম্পের পিলারে ফাটল দেখে হতবাক হয়েছেন সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র। 

মেয়র সাংবাদিকদের বলেন, ‘আমি তো প্রকৌশলী না। ফাটলের কারণ আমি বলতে পারব না। সাধারণভাবে যেটা বলতে চাই, নিশ্চয় নির্মাণে ত্রুটি আছে, যার কারণে এই ফাটল দেখা দিয়েছে। নির্মাণে ত্রুটি থাকার দরুন এই ফাটলের সৃষ্টি হয়েছে। এখানে প্রকৌশল দৃষ্টিকোণ থেকে কী হয়েছে না হয়েছে, এটা আমার থেকে আমাদের প্রকৌশলীরা ভালো বলতে পারবেন। তারা কারিগরি বিষয় ভালো বলতে পারবেন।’ 

ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমরা রোড বন্ধ করে দিয়েছি। যেহেতু এ কাজ আমরা করিনি, এটা নির্মাণ করেছে সিডিএ। ত্বরিত ব্যবস্থা নিতে আজকে আমরা সিডিএকে চিঠি দেব। যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেভাবে ফাটলের সৃষ্টি হয়েছে, আমি নিজেও দেখে হতবাক হয়েছি। কারণ এই ফ্লাইওভারে আগেও একটা দুর্ঘটনা ঘটেছে। গার্ডার পড়ে অনেক লোক মারা গিয়েছিল।’ 

রেজাউল করিম বলেন, ‘কী কারণে হয়েছে না হয়েছে তদন্তপূর্বক বের করা যাবে। সিডিএ ব্যবস্থা গ্রহণ করবে। যেসব ঠিকাদার কাজ করেছেন, তাঁদের কোনো নির্মাণ ত্রুটি আছে কি না, তা তদন্ত করে বের করে ব্যবস্থা নেবে। আমাদের সহযোগিতা চাইলে আমরা পূর্ণ সহযোগিতা করব।’ 

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, দুটি কারণে ফাটল দেখা দিতে পারে। একটি নকশাগত ত্রুটি, অন্যটি নির্মাণ ত্রুটি। কী কারণে হয়েছে, সেটা দেখে এই মুহূর্তে বলা যাবে না। তবে ওভারলোডের গাড়ি চলাচলের কারণে এটা হয়েছে। নির্মাণে যুক্ত থাকা প্রতিষ্ঠান ম্যাক্সের সঙ্গে কথা বলেছি। এই র‍্যাম্পটা মূল নকশায় ছিল না। পরে এটা বর্ধিত করা হয়েছে। এ জন্য ডিজাইনের ত্রুটি থাকতে পারে। 

এটি সিডিএ নির্মাণ করেছে, সমস্যার সমাধানে তারাই ব্যবস্থা নেবে। কী পরিমাণ লোড নিতে পারবে, সেটা তারাই হিসাব করে এটি নির্মাণ করেছে। গাড়ি চলাচল না থাকায় ফাটল বড় হওয়ার আশঙ্কা নেই। নিচে চলাচল করা গাড়ির কম্পনের কারণে ফাটল বড় হওয়ার সম্ভাবনা নেই বলে জানান রফিকুল ইসলাম। 

দ্রুত ব্যবস্থা নিতে সিডিএকে চিঠি 
এদিকে পাশাপাশি দুটি র‍্যাম্পের পিলারে ফাটলের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে সিটি করপোরেশন। আজ মঙ্গলবার সকালে মেয়র এম রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন শেষে এই চিঠি দেন। 

বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ফ্লাইওভার ভেঙে পড়ার সম্ভাবনা নেই। তবু দ্রুত ব্যবস্থা নিতে সিডিএকে চিঠি দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত