Ajker Patrika

বিজয় দিবসে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ছুঁয়ে দেখল হাজারো দর্শনার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ২৩: ২৭
বিজয় দিবসে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ছুঁয়ে দেখল হাজারো দর্শনার্থী

নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে ঘুরে দেখছিলেন সরকারি চাকরিজীবী মাসুদ উল হক। সঙ্গে স্ত্রী ও সন্তানদেরও নিয়ে এসেছিলেন। এই প্রথম সরাসরি নৌবাহিনী যুদ্ধজাহাজ দেখলেন তাঁরা। শুধু মাসুদ উল হকই নন, এমন হাজারো দর্শনার্থী প্রথমবারের মতো জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়েছেন। দর্শনার্থীদের জাহাজ সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিয়েছেন নৌবাহিনীর কর্মকর্তারা। 

আজ শনিবার বিজয় দিবস উপলক্ষে এ সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ নৌবাহিনী। 

মাসুদ উল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করেন তাঁরা (নৌবাহিনী)। অনেক কিছু নিয়ে আমাদের রহস্য থাকে। নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাস্তবে দেখলাম। অনেক কিছু সম্পর্কে জানলাম। সন্তানেরাও খুশিমনে সবকিছু উপভোগ করল।’ 

মহান বিজয় দিবস নৌবাহিনীর সব নৌ-অঞ্চলে পালন করা হয়। দুপুরে নৌ অঞ্চলের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি কেন্দ্র করে নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজের বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। 

দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে খুলনা অঞ্চলের আঞ্চলিক কমান্ডার স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীর বিক্রম শহীদ মহিবুল্লাহের মাজারে ‘গার্ড অব অনার’ ও পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিআইডব্লিউটিএ ঢাকা সদর ঘাট, পাগলা নেভাল জেটি নারায়ণগঞ্জ, চট্টগ্রাম নেভাল জেটি, বিআইডব্লিউটিএ রকেট ঘাট খুলনা, দিগরাজ মোংলা নেভাল জেটি, বিআইডব্লিউটিএ ঘাট বরিশাল এবং পায়রা বন্দর পটুয়াখালীতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

এলাকার খবর
Loading...