Ajker Patrika

দরজার কবজায় স্বর্ণ এনে আটক হলেন দুবাইফেরত যাত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ জুন ২০২৩, ১৮: ০৯
দরজার কবজায় স্বর্ণ এনে আটক হলেন দুবাইফেরত যাত্রী

স্বর্ণ গলিয়ে দরজার কবজায় লুকিয়ে আনা প্রায় এক কেজি স্বর্ণসহ চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হলেন দুবাইফেরত এক যাত্রী। আজ রোববার সকালে ফ্লাই দুবাইয়ের এফজে-৫৬৩ ফ্লাইটে আসা ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো এ স্বর্ণ উদ্ধার করা হয়। 

আটক ব্যক্তির নাম আব্দুল করিম (৩৫)। তিনি দুবাইপ্রবাসী ও ফেনী জেলার বাসিন্দা। 

বিমানবন্দর সূত্র জানায়, অভিযুক্ত যাত্রীর লাগেজে আনা ১২টি দরজার কবজা দেখে সন্দেহ হয় এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্যদের। সেগুলো পরীক্ষা করলে কবজা মাঝখানে লাগানো রং মাখা দণ্ডটি স্বর্ণ হিসেবে পাওয়া যায়। পরে সব দরজার কবজা থেকে ৭৪৬ গ্রাম ওজনের স্বর্ণ পাওয়া যায়। 

এ ছাড়া তাঁর কাছে ২২ ক্যারেটের ১০০ গ্রাম ওজনের কয়েকটি বালাও জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ পরিমাপ করে কাস্টমসে জমা ও আটক যাত্রীকে মামলাসহ থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানান শাহ আমানত বিমানবন্দরের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত