Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৯: ৩৯
নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে প্রাইভেট কারের ধাক্কা, চালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারকে ধাক্কা দিয়েছে। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে মো. সোহেল (৩৮) নামের ওই প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে উপজেলার ফৌজদারহাট বায়েজিদ সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত মো. সোহেল সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল (ছড়ারকুল) এলাকার মৃত মোহাম্মদ তৌহিদুল ইসলামের ছেলে। গাড়িতে একাই ছিলেন তিনি। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কুমিরা থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়ক এলাকা অতিক্রমের সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক সোহেল মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনায় প্রাইভেট কার চালকের মাথা থেঁতলে যাওয়ার পাশাপাশি গভীর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে জরুরি বিভাগে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত