Ajker Patrika

হাতিয়ায় মুহাদ্দিস রুহুল আমিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা
প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

হাতিয়ার প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিন সাহেবের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক ছিল হাতিয়া রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ। উপজেলা এ এম উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের ছেলে, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা তাওফীকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ ইউ এম ইদ্রিস। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ আবু সালেহ মো. নেছার উদ্দিন, অধ্যক্ষ আব্দুল কাদের, অধ্যক্ষ বাহাউদ্দিন, অধ্যক্ষ আব্দুল গফুর, অধ্যক্ষ সুলতান আহম্মদ, সুপার আবু জাফর মুহাম্মদ ইকবাল, প্রধান শিক্ষক আ ন ম হাসান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ হাফেজ মো, আবুল কাশেম, মরহুমের দৌহিত্র সাব্বির আহমদ তাফসির, নিউমার্কেট সেক্রেটারি আলহাজ মো. আব্দুল কাদের, সুপার মাওলানা মো. ইউসুফ, সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মো. আকবর আলী, পরিষদের সাবেক সেক্রেটারি মো. শাহাদাত হোসেন।

সঞ্চালনা করেন প্রভাষক মো. ইব্রাহিম খলিল উল্লাহ।

বক্তারা প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিনের সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মীয় ক্ষেত্রে বিশেষ অবদানসহ জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেন।

সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত