Ajker Patrika

বন্যায় তলিয়ে গেছে সড়ক, সারা দেশের সঙ্গে বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন

থানচি (বান্দরবান), প্রতিনিধি
বন্যায় তলিয়ে গেছে সড়ক, সারা দেশের সঙ্গে বান্দরবানের যোগাযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার পানিতে কেরানিহাট বান্দরবান সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। এতে সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

আজ সোমবার সাংগু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বান্দরবান শহরের আর্মি পাড়া, মধ্যম পাড়া, উজানি পাড়া, বালাঘাটা, কালাঘাটাসহ পুরো শহরের হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়ে। বন্যায় বিদ্যুৎ উপকেন্দ্র পানিতে ডুবে যাওয়ায় এই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ইন্টারনেট নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়। 

আজ সকাল থেকে চট্টগ্রাম–বান্দরবান সড়কের দস্তিদার হাটের পূর্বে, বায়তুল ইজ্জতের পূর্ব সীমান্তে বুড়ির দোকান পর্যন্ত একাধিক স্থানে সড়কের ওপর পানি প্রবাহিত হয়ে বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্যার পানিতে সড়ক কয়েক ফুট তলিয়ে যায়। সড়কের দুই পাশে আটকা পড়া মানুষ ভ্যানে পারাপার হচ্ছেন। 

নজরুল ইসলাম টিটু নামে বেসরকারি টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি জানান, বন্যায় পুরো জেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী মানুষ দূরে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। পানিবন্দী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে অন্ধকারে হাজারো পরিবার মানবেতর জীবন–যাপন করছে। এ দিকে, টানা ভারী বর্ষণে পাহাড় ও ভূমি ধসের আশঙ্কায় পাহাড়ি এলাকায় অবস্থানরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্ক করেছে জেলা প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত