Ajker Patrika

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সুমন (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে শহরের লাবণী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের (পর্যটন সেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

মৃত সুমন ঢাকার বনশালের নয়াপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের বিচ কর্মী বেলাল হোসেন। তিনি জানান, গতকাল সোমবার পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তাঁরা সৈকত পাড়ের হোটেল কল্লোলে উঠেছিলেন।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের (পর্যটন সেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মোহাম্মদ সুমন দুপুরে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তিনি ঢেউয়ের তোড়ে সাগরে ডুবে যায়। পরে লাইফগার্ড কর্মীরা বেলা ২টার দিকে সুমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

নিহতদের নিকটাত্মীয় মোহাম্মদ শাহীন বলেন, ‘গোসলের সময় সুমন সাগরের একটু গভীরে চলে গিয়েছিলেন। তিনি যখন ঢেউয়ের চাপে পড়ে যান, তখন লাইফগার্ড কর্মীদের খবর দিতে দিতেই সাগরে ডুবে যায় সে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত