Ajker Patrika

কুমিল্লায় ২ হাসপাতালে সিলগালা, জরিমানা ৪ লাখ টাকা

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ২ হাসপাতালে সিলগালা, জরিমানা ৪ লাখ টাকা

কুমিল্লায় অনুমতি ছাড়া হাসপাতাল পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই হাসপাতাল সিলগালা ও চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার জেলার দুটি এলাকায় এই অভিযান চালায় জেলা প্রশাসন। 

অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। এতে তিনিসহ উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কো-অর্ডিনেটর মেহেদী হাসান ও জেলা পুলিশের একটি দল। 

জেলা প্রশাসন থেকে জানা গেছে, কুমিল্লার শাকতলা এলাকায় নিউ সিটি হাসপাতাল নামে একটি স্বাস্থ্য সেবাকেন্দ্রে অনেক দিন ধরে অনুমতি ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং অনুমতিপত্রের জন্য কোনো আবেদন করেনি। এই কারণে হাসপাতালটি সিলগালা ও কর্তৃপক্ষকে দুই লাখ জরিমানা করা হয়েছে। 

অপরদিকে নগরীর রেইসকোর্সে কমফোর্ট হাসপাতালে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার ও রোগী থাকার কক্ষে অপরিচ্ছন্নতা দেখতে পান প্রশাসনের কর্মকর্তারা। এ সময় ভ্রাম্যমাণ আদালত এই স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষের কাছে অনুমতিপত্র দেখতে চাইলে তারা কোনো পত্র দেখাতে পারেনি। ২০১৯ সালের পর থেকে এই প্রতিষ্ঠান অনুমতিপত্রের নবায়ন করেনি। এসব কারণে কমফোর্ট হাসপাতাল সিলগালা ও দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে প্রশাসনের কর্মকর্তারা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত