Ajker Patrika

চট্টগ্রামে দুর্ঘটনা: প্রথম মাসের বেতন ছোঁয়া হলো না রেলকর্মী আজিজুলের 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দুর্ঘটনা: প্রথম মাসের বেতন ছোঁয়া হলো না রেলকর্মী আজিজুলের 

রেলের পয়েন্টম্যান (ট্রেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি) হিসেবে যোগ দিয়েছেন এক মাস হলো। নতুন চাকরির বেতন কয়েকদিন পরেই হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘাতক বাস কেড়ে নিলো আজিজুল হকের (২৮) প্রাণ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইপিজেড থানার নিউমুরিং এলাকায় তেলবাহী ট্রেনকে তার নির্দিষ্ট পথে যাওয়ার জন্য দিক নির্দেশনা দিচ্ছিলেন। এরমধ্যে দ্রুত গতির একটি বাস ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। তার আগে চাপা দিয়ে যায় আজিজুল হককে। এই ঘটনায় আজিজুল হক ছাড়াও বাসের চালক আসাদুজ্জামান এবং সহকারী মিটন কান্তি দে নিহত হন।

রেলের পয়েন্টম্যান আজিজুল হকের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তিনি চট্টগ্রামের গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) অধীনে দায়িত্বে ছিলেন।

সিজিপিওয়াইয়ের ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক বলেন, আজিজুল হক অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের ছিলেন। এক মাস হলো তিনি চাকরিতে জয়েন করেছেন। পুরো মাস ডিউটিও করেছেন। কাজে ফাঁকি দেননি একদিনও। কয়েকদিন পরেই নতুন চাকরির বেতন পাওয়ার কথা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত