Ajker Patrika

বান্দরবানে বাস টার্মিনাল টানেল উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে বাস টার্মিনাল টানেল উদ্বোধন

বান্দরবান শহরের নির্মিত ৫০০ ফুট দীর্ঘ আধুনিক বাস টার্মিনাল টানেলের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং টানেলটি উদ্বোধন করেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই টানেলটি। টানেলটি উদ্বোধনের ফলে বর্তমান বাসস্ট্যান্ড এলাকায় যানজট কমে আসবে এবং কাটা পাহাড় এলাকাটিতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধের শঙ্কা অনেকটাই কমে যাবে। 

বান্দরবানে বাস টার্মিনাল টানেল। ছবি: আজকের পত্রিকাবান্দরবান বাস স্টেশন এলাকায় টানেলের উদ্বোধন কালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, ‘বাস-স্টেশন সড়কের দুই পাশেই পাহাড়, প্রতি বছর বর্ষায় পাহাড় ধসে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। টানেল নির্মাণের ফলে চারপাশে থেকে যেমন পাহাড় ধসে ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে, পাশাপাশি বান্দরবানে আগত পর্যটকদের যাতায়াতে ভোগান্তি কমে আসবে।’ 

উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পৌর মেয়র মো. সামসুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। 

প্রসঙ্গত ২০১৮-১৯ অর্থবছরে কাজটি শুরু হয়েও দুই দফায় অর্থ বরাদ্দের পর ২০২০ সালের জুন মাসের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা থাকলে তৃতীয় দফায় অর্থ বরাদ্দের পর নির্মাণকাজ শেষ হয় চলতি বছর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত