Ajker Patrika

রক্ষা পেল দীঘিনালার খেলার মাঠটি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
রক্ষা পেল দীঘিনালার খেলার মাঠটি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউপির পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেরুং খেলার মাঠে কাঠ ব্যবসায়ী সমিতির ভবনটি হচ্ছে না। ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মেরুং খেলার মাঠের পাঁচ তলা ভবন নির্মাণকাজ বন্ধ করে দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা। এ সময় খেলার মাঠের চলমান ভবন নির্মাণের কাজে ব্যবহৃত এস্কেভেটরসহ যাবতীয় সরঞ্জাম সরিয়ে ফেলা হয়েছে। ভবন নির্মাণের ভূগর্ভস্থ অবকাঠামোর অংশ ভেঙে নিতে সময় চেয়েছে মেরুং কাঠ ব্যবসায়ী সমিতি। 

মেরুং কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওয়াজ কোরুনি বলেন, ‘মাঠের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা আমাদের যাবতীয় সরঞ্জাম সরিয়ে নিয়েছি। বাকি কাজের অংশ ভেঙে ফেলা হবে।’ 

দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ জানান, মেরুং খেলার মাঠে কাঠ ব্যবসায়ী সমিতির ভবন নির্মাণের বিষয়ে গত ২৮ এপ্রিল দুপুরে নথিপত্র দেখা হয়েছে (শুনানি) হয়েছে। খেলার মাঠ রক্ষায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। 

এ ব্যাপারে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা বলেন, ‘মেরুং খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের সুযোগ নেই। মাঠ রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত