Ajker Patrika

ফ্যামিলি কার্ডের পণ্য গুদামজাত করায় প্রতিষ্ঠানকে জরিমানা, মালামাল জব্দ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২: ০৮
ফ্যামিলি কার্ডের পণ্য গুদামজাত করায় প্রতিষ্ঠানকে জরিমানা, মালামাল জব্দ

নোয়াখালীর সুবর্ণচরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের পণ্য গুদামজাত করায় মেসার্স আলমগীর স্টোর নামে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে চরবাটা ইউনিয়নের দুলাল মিয়ার হাট রাস্তার মাথায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১৮ লিটার সয়াবিন তেল, ১১৮ কেজি ডাল ও ১১৮ কেজি চিনি জব্দ করা হয়েছে।

জরিমানাকৃত প্রতিষ্ঠানের মালিক মো. আলমগীর বলেন, ‘আমি চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আমার ওয়ার্ডের ৫৯ জনের টিসিবির ফ্যামিলি কার্ড দিয়ে গাড়ি থেকে ওই পণ্য সংগ্রহ করেছি।’ 

মো. আলমগীর আরও বলেন, ‘জেলা শহরের খাজা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান টিসিবির ঠিকাদার। তাদের পণ্যের গাড়ি জেলা শহর থেকে এলে এক বাজারে ১০-১৫ মিনিট থাকে। এতে করে সবাই পণ্য নিতে পারেন না। তাই তাঁদের কার্ড দিয়ে সংগ্রহকৃত মালামাল আমার দোকানে রাখা হয়।’ 

এখানকার মানুষ কৃষিবান্ধব হওয়ায় দিনের বেলায় মাঠে কাজ করেন। সন্ধ্যার সময় তাঁরা ফ্যামিলি কার্ড অনুযায়ী নিজেদের মতো করে ওই মালামাল নিয়ে যাবেন। গতকাল সন্ধ্যা থেকে অনেকেই ফ্যামিলি কার্ডের মাল নিয়ে গেছেন। হঠাৎ করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরবাটা ইউনিয়নের আলমগীর স্টোরে অভিযান চালিয়ে ৫৯ ফ্যামিলি কার্ডের টিসিবির মালামাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মালামাল যাঁদের ফ্যামিলি কার্ড আছে তাঁদের মধ্যে আজ বৃহস্পতিবার বিতরণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত