চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে মূল্য তালিকা না টানানো ও পণ্যের গায়ে দাম লেখা না থাকায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার বাজার তদারকির অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি আজকের পত্রিকা বলেন, ‘আজ ফরিদগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে জামালের মুরগির দোকানে মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা, মাহবুব হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ১০ হাজার টাকা, সূচি কসমেটিকসে পণ্যের গায়ে মূল্য না থাকায় এক হাজার টাকা, বন্ধু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তিন হাজার টাকা, রবিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া মাংসের দোকান, মুরগির দোকান, ফলের দোকান এবং মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ও সেবা বিক্রির জন্য আইনগতভাবে সতর্ক করা হয়েছে।’ জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন–চাঁদপুর কৃষি বিপণন কর্মকর্তা মো. কামরুজ্জামান রূপম ও ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি চৌকস দল।
চাঁদপুরের ফরিদগঞ্জে মূল্য তালিকা না টানানো ও পণ্যের গায়ে দাম লেখা না থাকায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার বাজার তদারকির অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি আজকের পত্রিকা বলেন, ‘আজ ফরিদগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে জামালের মুরগির দোকানে মূল্য তালিকা না থাকায় দুই হাজার টাকা, মাহবুব হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ১০ হাজার টাকা, সূচি কসমেটিকসে পণ্যের গায়ে মূল্য না থাকায় এক হাজার টাকা, বন্ধু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তিন হাজার টাকা, রবিন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া মাংসের দোকান, মুরগির দোকান, ফলের দোকান এবং মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ও সেবা বিক্রির জন্য আইনগতভাবে সতর্ক করা হয়েছে।’ জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন–চাঁদপুর কৃষি বিপণন কর্মকর্তা মো. কামরুজ্জামান রূপম ও ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি চৌকস দল।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২৪ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৩১ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
৩৫ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৪০ মিনিট আগে