নোয়াখালী প্রতিনিধি
দুই বোনের মধ্যে বনাবনি না থাকলেও তাঁদের ছেলে-মেয়েদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দুই পরিবারের অমতে এক বছর আগে বিয়ে করেন খালাতো ভাই-বোন মেহেদী হাসান শুভ (২২) ও তামান্না ইসলাম পিনু (১৬)। কয়েক মাস ঢাকা গিয়ে থাকার পর পরিবার মেনে নিলে নোয়াখালী ফিরে আসেন তাঁরা। তাঁদের এ ভালোবাসার করুণ পরিসমাপ্তি হয় দুজনের মৃতদেহ উদ্ধারের মাধ্যমে। ঘটনাস্থলের পাশে দেয়ালে রক্তে লেখা ছিল কয়েকটি অস্পষ্ট শব্দ।
আজ সোমবার সকালে নোয়াখালী পৌর এলাকার বার্লিংটন মোড়ের বসুন্ধরা কলোনির একটি বাসার দ্বিতীয় তলা থেকে পুলিশ মেহেদী-তামান্না দম্পতির মৃতদেহ উদ্ধার করে। খাটের ওপর কম্বল দিয়ে মোড়ানো ছিল তামান্নার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ। খাটের ওপরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছিল মেহেদী হাসান শুভ, দুই হাত রক্তমাখা। পাশের দেয়ালে রক্তে লেখা কয়েকটি শব্দ। দেয়ালে কয়েকটি রক্তাক্ত হাতের ছাপও দেখা যায়। পুলিশ জানিয়েছে তামান্নার রক্ত দিয়েই কথাগুলো লেখেন মেহেদী। ভালোবাসার ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়েই হয়তো কিছু লেখার চেষ্টা করেছিলেন।
সোমবার সকালে সুধারাম মডেল থানা-পুলিশের পর ঘটনাস্থলে যায় ডিবি, পিবিআই, সিআইডিসহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল। নিহতদের মৃতদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে ঢাকা থেকে মাইজদীর বসুন্ধরা কলোনির তামান্নাদের বাসায় আসেন দুজন। একই বাসায় তামান্নার মা ও ভাই থাকতেন। সোমবার সকালে তাঁদের কক্ষ থেকে শুভ ও তামান্নার কোনো সাড়াশব্দ না পেয়ে কক্ষের জানালা খুলে শুভর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন তামান্নার বড় ভাই হোসেন আহমেদ নোমান।
হোসেন আহমেদ নোমান বলেন, ‘পরিবারের অমতে তারা বিয়ে করেছিল। শুভ পৌর বাজারের একটি মুদি দোকানে চাকরি করত। পিনু মাইজদীর একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করে। সকালে শুভ দোকানে না যাওয়ায় আমার মায়ের মোবাইলে কল দেয় দোকানের মালিক। মা আমাদের এক আত্মীয়কে নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে থাকায় পাশের বাসার একজন আন্টিকে কল দিয়ে আমাকে জানাতে বলে। আমি তাদের শয়নকক্ষের বাইরে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে একটি কাঠ দিয়ে জানালা খুলে শুভকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ বলেন, ‘দেয়ালের রক্তের লেখাগুলো দেখে বোঝা যাচ্ছে তাদের প্রেমের সম্পর্ক বা বিয়ে নিয়ে কোনো পারিবারিক ঝামেলা চলছিল। যার পরিপ্রেক্ষিতে এ ঘটনা। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে প্রচণ্ড ক্ষোভ থেকে তরকারি কাটার বটি-দা দিয়ে স্ত্রী তামান্নার গলা কেটে হত্যা করে অবশেষে নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন শুভ। তবে ঘটনাটি আরও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দুই বোনের মধ্যে বনাবনি না থাকলেও তাঁদের ছেলে-মেয়েদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দুই পরিবারের অমতে এক বছর আগে বিয়ে করেন খালাতো ভাই-বোন মেহেদী হাসান শুভ (২২) ও তামান্না ইসলাম পিনু (১৬)। কয়েক মাস ঢাকা গিয়ে থাকার পর পরিবার মেনে নিলে নোয়াখালী ফিরে আসেন তাঁরা। তাঁদের এ ভালোবাসার করুণ পরিসমাপ্তি হয় দুজনের মৃতদেহ উদ্ধারের মাধ্যমে। ঘটনাস্থলের পাশে দেয়ালে রক্তে লেখা ছিল কয়েকটি অস্পষ্ট শব্দ।
আজ সোমবার সকালে নোয়াখালী পৌর এলাকার বার্লিংটন মোড়ের বসুন্ধরা কলোনির একটি বাসার দ্বিতীয় তলা থেকে পুলিশ মেহেদী-তামান্না দম্পতির মৃতদেহ উদ্ধার করে। খাটের ওপর কম্বল দিয়ে মোড়ানো ছিল তামান্নার গলাকাটা রক্তাক্ত মৃতদেহ। খাটের ওপরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছিল মেহেদী হাসান শুভ, দুই হাত রক্তমাখা। পাশের দেয়ালে রক্তে লেখা কয়েকটি শব্দ। দেয়ালে কয়েকটি রক্তাক্ত হাতের ছাপও দেখা যায়। পুলিশ জানিয়েছে তামান্নার রক্ত দিয়েই কথাগুলো লেখেন মেহেদী। ভালোবাসার ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়েই হয়তো কিছু লেখার চেষ্টা করেছিলেন।
সোমবার সকালে সুধারাম মডেল থানা-পুলিশের পর ঘটনাস্থলে যায় ডিবি, পিবিআই, সিআইডিসহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল। নিহতদের মৃতদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে ঢাকা থেকে মাইজদীর বসুন্ধরা কলোনির তামান্নাদের বাসায় আসেন দুজন। একই বাসায় তামান্নার মা ও ভাই থাকতেন। সোমবার সকালে তাঁদের কক্ষ থেকে শুভ ও তামান্নার কোনো সাড়াশব্দ না পেয়ে কক্ষের জানালা খুলে শুভর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন তামান্নার বড় ভাই হোসেন আহমেদ নোমান।
হোসেন আহমেদ নোমান বলেন, ‘পরিবারের অমতে তারা বিয়ে করেছিল। শুভ পৌর বাজারের একটি মুদি দোকানে চাকরি করত। পিনু মাইজদীর একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করে। সকালে শুভ দোকানে না যাওয়ায় আমার মায়ের মোবাইলে কল দেয় দোকানের মালিক। মা আমাদের এক আত্মীয়কে নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে থাকায় পাশের বাসার একজন আন্টিকে কল দিয়ে আমাকে জানাতে বলে। আমি তাদের শয়নকক্ষের বাইরে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে একটি কাঠ দিয়ে জানালা খুলে শুভকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ বলেন, ‘দেয়ালের রক্তের লেখাগুলো দেখে বোঝা যাচ্ছে তাদের প্রেমের সম্পর্ক বা বিয়ে নিয়ে কোনো পারিবারিক ঝামেলা চলছিল। যার পরিপ্রেক্ষিতে এ ঘটনা। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে প্রচণ্ড ক্ষোভ থেকে তরকারি কাটার বটি-দা দিয়ে স্ত্রী তামান্নার গলা কেটে হত্যা করে অবশেষে নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন শুভ। তবে ঘটনাটি আরও তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৬ ঘণ্টা আগে