Ajker Patrika

চট্টগ্রাম গণপরিবহনের নতুন ভাড়া কার্যকর, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম গণপরিবহনের নতুন ভাড়া কার্যকর, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চট্টগ্রামে গণপরিবহনের বর্ধিত ভাড়ার তালিকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা রেখে গতকাল রোববার নতুন ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। যা আজ সোমবার থেকে কার্যকর হয়েছে। বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআরটিএ চট্টগ্রাম। 

বিআরটিএ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার নতুন ভাড়ার তালিকা দেওয়া হয়েছে। আজ (সোমবার) থেকে তা কার্যকর করা হবে। তালিকার বাইরে কেউ অতিরিক্ত ভাড়া নিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজ থেকে আমাদের মোবাইল কোর্ট মাঠে অভিযান শুরু করেছে। তবে সিএনজি চালিত গণপরিবহনে এই ভাড়া কার্যকর হবে না। তা আগের ভাড়াতেই চলবে।’ 

এদিকে নতুন ভাড়া কার্যকরের পর সোমবার নগরের দামপাড়া এবং পলোগ্রাউন্ড এলাকায় অভিযান পরিচালনা করে বিআরটিএ। অভিযানে দুজন ম্যাজিস্ট্রেট ভাড়ার তালিকা প্রদর্শন না করায় ১০টি বাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তা ছাড়া গাড়ির কাগজপত্র ঠিক না থাকায় আরও ৪টি বাসকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

নতুন ভাড়ার তালিকা অনুযায়ী—১ নম্বর রুটে কর্ণফুলী ব্রিজ থেকে নিউ মার্কেট (১০ কিলোমিটার) ২৫ টাকা, ২ নম্বর রুটে কালুরঘাট থেকে নিউ মার্কেট (১৪ কিলোমিটার) ৩৫ টাকা, ৩ নম্বর রুটে ফতেয়াবাদ থেকে নিউমার্কেট (১৪ দশমিক ৫ কিলোমিটার) ৩৬ টাকা, ৪ নম্বর রুটে নিউমার্কেট থেকে ভাটিয়ারি (১৫ কিলোমিটার) ৩৮ টাকা, ৫ নম্বর রুটে নিউমার্কেট থেকে বিমান বন্দর (১৮ দশমিক ৬০ কিলোমিটার) ৪৭ টাকা, ৬ নম্বর রুটে লালদীঘির পাড় থেকে সী বিচ (১৬ দশমিক ৬০ কিলোমিটার) ৪২ টাকা, ৭ নম্বর রুটে কোতোয়ালি থেকে ভাটিয়ারি (১৬ দশমিক ১০ কিলোমিটার) ৪০ টাকা, ৮ নম্বর রুটে নিউ মার্কেট থেকে অক্সিজেন পর্যন্ত (৮ কিলোমিটার) ২০ টাকা, ১০ নম্বর রুটে কালুরঘাট থেকে সী বিচ (২৫ কিলোমিটার) ৬৩ টাকা এবং ১১ নম্বর রুটে ভাটিয়ারি থেকে সী বিচ (২৩ কিলোমিটার) ৫৮ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত