Ajker Patrika

চট্টগ্রামে শিক্ষানবিশ আইনজীবীর লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ২২: ৪২
চট্টগ্রামে শিক্ষানবিশ আইনজীবীর লাশ উদ্ধার, স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর একটি বাসা থেকে আব্দুল্লাহ আল মামুন (২৫) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী তামিমা আক্তার লীজাকে গ্রেপ্তার করা হয়েছে। মামুন আত্মহত্যা করেছেন বলে তাঁর স্ত্রী দাবি করলেও মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তথ্য পেয়ে থানার একটি দল মামুনের লাশ হেফাজতে নেয়। যুবকের স্বজনেরা এ সময় দাবি করেন, স্ত্রী তাঁকে শ্বাস রোধ করে হত্যা করেছে। এরপর মামুনের স্ত্রীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।’

তবে সুরতহাল প্রতিবেদনে মাথায় ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে দাবি করে ওসি মনজুর কাদের আরও বলেন, ‘আত্মহত্যা কিংবা হত্যা কোনোটাই এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্ত হলে বিষয়টি স্পষ্ট হবে। তবে আমরা সবকিছুকে সামনে রেখেই তদন্ত করছি। এই বিষয়ে মামলা দায়ের হওয়ার পর মামুনের স্ত্রী তানিয়া সুলতানাকে গ্রেপ্তার দেখানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত