Ajker Patrika

অভয়ারণ্যে অবমুক্ত করা হলো ৩৩ অজগর ছানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফটিকছড়ির হাজারীখিল সংরক্ষিত বন্যপ্রাণী অভয়ারণ্যে গতকাল অজগরের ৩৩টি ছানা ছেড়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
ফটিকছড়ির হাজারীখিল সংরক্ষিত বন্যপ্রাণী অভয়ারণ্যে গতকাল অজগরের ৩৩টি ছানা ছেড়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম চিড়িয়াখানার ৩৩টি অজগর ছানা ফটিকছড়ির অভয়ারণ্যে ছাড়া হয়েছে। কৃত্রিম উপায়ে ডিম থেকে ষষ্ঠবারের মতো এসব অজগর ছানা ফোটানো হয়। শুক্রবার (৪ জুলাই) ফটিকছড়ির হাজারীখিল সংরক্ষিত বন্যপ্রাণী অভয়ারণ্যে এসব অজগর ছানা ছেড়ে দেওয়া হয়। এ কাজে সহায়তা করে বন বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, জেলা প্রশাসন ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম সাপ অবমুক্তকালে উপস্থিত ছিলেন। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে ১১৩টি অজগর ছানা চট্টগ্রামের বিভিন্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হলো।

এর আগে ২০১৯ সালে প্রথমবার কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে ২৫টি, ২০২১ সালে ২৮টি, ২০২২ সালে ১১টি, ২০২৩ সালে ১৬টি, ২০২৪ সালে ৩৫টিসহ মোট ১১৫টি অজগরের ছানা ফোটানো হয়। গত ০৪ ও ১৪ এপ্রিল দুটি অজগর থেকে পাওয়া ৪৫টি ডিম সংগ্রহ করে হাতে তৈরি ইনকিউবেটরে বসানো হয়।

ফটিকছড়ির হাজারীখিল সংরক্ষিত বন্যপ্রাণী অভয়ারণ্যে গতকাল অজগরের ৩৩টি ছানা ছেড়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
ফটিকছড়ির হাজারীখিল সংরক্ষিত বন্যপ্রাণী অভয়ারণ্যে গতকাল অজগরের ৩৩টি ছানা ছেড়ে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

দুই ধাপে গত ১১-১৩ জুন ১৭টি (প্রায় ৬৮ দিন) ও ২১-২৪ জুন তারিখে ১৬টিসহ (প্রায় ৬৯ দিন) মোট। ৩৩টি অজগর ছানার জন্ম নেয়। পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে এটা করা হয়েছে বলেও জানান ডা. শাহাদাত হোসেন শুভ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

‘মালয়েশিয়ায় গ্রেপ্তার যুবকেরা সিরিয়া ও বাংলাদেশের জঙ্গিদের জন্য অর্থ পাঠাত’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত