Ajker Patrika

রামুর সংরক্ষিত বনে হাতির মরদেহ  

কক্সবাজার প্রতিনিধি
রামুর সংরক্ষিত বনে হাতির মরদেহ  

কক্সবাজারের রামুর সংরক্ষিত বনের ভেতরে বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া এলাকায় পাহাড়ের একটি জলাধারে হাতির মরদেহটির খোঁজ পায় বন বিভাগ। তবে হাতিটি কখন কীভাবে মারা পড়েছে তা জানাতে পারেনি বন বিভাগ। 

বন বিভাগের ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা আব্দু রশিদ জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় বন পাহারাদারেরা হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়। পরে ময়নাতদন্তের পর হাতিটিকে মাটি চাপা দেওয়া হয়। 

আব্দু রশিদ বলেন, পায়ে আঘাত এবং সংক্রমণের কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

খুনিয়া পালংয়ের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হক বলেন, ‘দেখে মনে হচ্ছে দু-একদিন আগে হয়তো হাতিটি মারা গেছে। সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন এবং রশি দিয়ে পেছানো ছিল বলে শুনেছি।’ 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সারওয়ার আলম বলেন, কি কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। 

এর আগে গত ৬ জুলাই একই বনের দরিয়ারদিঘি বনাঞ্চলে একটি বন্য হাতির মৃত্যু হয়। এ ছাড়া গত ৯ জুন চকরিয়া উপজেলার খুটাখালীর সংরক্ষিত বনে দুর্বৃত্তরা একটি হাতিকে গুলি করে হত্যা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত