Ajker Patrika

নোয়াখালীতে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ, ছাত্রদল নেতা সাময়িক বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঢুকে বহিষ্কৃত নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঢুকে বহিষ্কৃত নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার প্রথম দিন নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করার অভিযোগে মোহাম্মদ সানাউল্লাহ নামের এক ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।

আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত অনুযায়ী দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, সারা দেশের মতো বৃহস্পতিবার নোয়াখালীতে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রের ১০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ ৪৮ ঘণ্টা আগেই নিষিদ্ধ করা হয়। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে পরীক্ষা শুরুর আগে নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রে প্রবেশ করে বিভিন্ন কক্ষে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ।

সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। নিজের ফেসবুক আইডিতেও ছবিগুলো পোস্ট করেন সানাউল্লাহ। ছবিগুলোতে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা এমন অনধিকার প্রবেশে কোনো প্রতিক্রিয়া দেখাননি, বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন।

ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাদের দৃষ্টিতে আসে। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে সানাউল্লাহকে দলের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত