বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মাহিম উদ্দিন, জাহেদ হোসেন, মিঠু, আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশ।
আহতদের মধ্যে আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওহিউদ্দিন সুমন।
সাধারণ ছাত্র-ছাত্রীরা জানান, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শেষ পর্যায়ে লোহার রড, লাঠি, কিরিচ নিয়ে দুই পক্ষ মারামারি শুরু করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজ ক্যাম্পাসে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আহত কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরফাত হোসেন তারেক বলেন, ‘কলেজের অনুষ্ঠানে কোনো পক্ষের কাউকে বক্তব্য না দেওয়ার কথা ছিল। আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান অনুসারীরা বক্তব্য দেওয়ার চেষ্টা করলে আমরা তাঁদের নিষেধ করি। এ সময় তাঁরা আমাদের দুজন সদস্যকে আটকে রাখেন কলেজের কক্ষে। ওদের ছাড়িয়ে আনতে গেলে বহিরাগত লোকজন এনে হামলা চালান নোমান অনুসারীরা।’
তবে বিষয়টি অস্বীকার করে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম ইরফান বলেন, ‘মহান স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বানচাল করতেই ওরা হামলা চালিয়ে আমাদের ছেলেদের আহত করেছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, কলেজে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। এখন কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া নিয়ে চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক মাহিম উদ্দিন, জাহেদ হোসেন, মিঠু, আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশ।
আহতদের মধ্যে আলতাফ হোসেন হৃদয় ও শুভ দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওহিউদ্দিন সুমন।
সাধারণ ছাত্র-ছাত্রীরা জানান, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের শেষ পর্যায়ে লোহার রড, লাঠি, কিরিচ নিয়ে দুই পক্ষ মারামারি শুরু করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজ ক্যাম্পাসে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
আহত কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরফাত হোসেন তারেক বলেন, ‘কলেজের অনুষ্ঠানে কোনো পক্ষের কাউকে বক্তব্য না দেওয়ার কথা ছিল। আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান অনুসারীরা বক্তব্য দেওয়ার চেষ্টা করলে আমরা তাঁদের নিষেধ করি। এ সময় তাঁরা আমাদের দুজন সদস্যকে আটকে রাখেন কলেজের কক্ষে। ওদের ছাড়িয়ে আনতে গেলে বহিরাগত লোকজন এনে হামলা চালান নোমান অনুসারীরা।’
তবে বিষয়টি অস্বীকার করে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আলম ইরফান বলেন, ‘মহান স্বাধীনতা দিবসের প্রোগ্রাম বানচাল করতেই ওরা হামলা চালিয়ে আমাদের ছেলেদের আহত করেছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, কলেজে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে। এখন কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে