Ajker Patrika

ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০ 

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
ফুল দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০ 

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ-বিএনপির নেতা কর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরে হলরোড ও বাসস্টেশন এলাকা এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, রায়পুর উপজেলা পরিষদের সামনে সকাল সাড়ে ৯টায় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিএনপির নেতৃত্বে, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। শ্রদ্ধা জানানোর পর শহরের দিকে যাওয়ার পথে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের বাসার সামনে হলরোড এলাকায় উপস্থিত থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির নেতা কর্মীদের এ ধাওয়া করে। এ ঘটনায় জের ধরে হলরোড ও বাসস্টেশন এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

এ সময় উভয় পক্ষের অন্তত ২০ নেতা কর্মী আহত হন। আহতদের মধ্যে ফয়সাল আজিজ, মুরাদ হোসেন, শান্ত ইসলাম, রিয়াজ হোসেন, রাজিব হোসেন, সোহেল, এমরান হোসেন, ইমাম হোসেন, জুম্মুন হোসেন, আলাউদ্দিন শাহরিয়ার ফয়সালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

এ ঘটনায় রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এবি এম জিলানী অভিযোগ করে জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির নেতা কর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের ২০ নেতা কর্মী আহত হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। 

রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন খোকন জানান, বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন ধরনের উসকানিমূলক স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলা চালান। বিএনপির নেতা কর্মীদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। তারা নিজেরাই বিশৃঙ্খলা তৈরি করে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে। 

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত