নোয়াখালী প্রতিনিধি
সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে আজ রোববার ভোরে নোয়াখালী শহরের বেশ কিছু স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে পিকেটিং করার চেষ্টা করা হয়েছে। পরে পুলিশের ধাওয়ায় পালিয়ে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা।
এ দিকে গতকাল রাতে ট্রাকে আগুন, সিএনজিসহ কয়েকটি গাড়ি ভাঙচুর, হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করা হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতে নেতা-কর্মীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানা-পুলিশ বলছে, এলাকায় ভোর ৫টার দিকে টায়ারে আগুন দিয়ে পিকেটিং করার চেষ্টা করে একদল যুবক। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। এ ছাড়া ভোর সাড়ে ৫টার দিকে চৌমুহনী নাপিতের পোল এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ করে হরতাল সমর্থকেরা। খবর পেয়ে পুলিশের একটি মোবাইল টিম গিয়ে তাদের ধাওয়া করে এবং ঘটনাস্থল থেকে ৫টি ককটেল উদ্ধার করে।
রোববার ভোর থেকে জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, হরতালকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করলেও প্রধান সড়কসহ বেশির ভাগ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে সড়কে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সড়কগুলোতে যান চলাচল বাড়ছে। বিভিন্ন সড়কে পুলিশের উপস্থিতি ও টহল লক্ষ করা গেছে। হরতালকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সকল ধরনের নাশকতা রুখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে পুলিশের টহল অব্যাহত রয়েছে।
এদিকে গতকাল শনিবার বিএনপির সমাবেশ থেকে রোববার সারা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে রাত ৯টার দিকে বেগমগঞ্জে মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় হরতাল সমর্থনকারীরা দুটি সিএনজি ভাঙচুর করে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায়, এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যা ও রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল বিরোধী মিছিল হয়েছে কবিরহাট, কোম্পানীগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাতে মিছিল থেকে গাড়ি ভাঙচুরের সময় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।’
সেনবাগ থানা-পুলিশ বলছে, শনিবার দিবাগত রাতে ফেনী থেকে বালুবাহী একটি ট্রাক চৌমুহনী বাজারের উদ্দেশে ছেড়ে আসে। ট্রাকটি সেনবাগের সেবারহাট পশ্চিম বাজারে পৌঁছালে সেটির গতিরোধ করে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুরোপুরি পুড়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেনবাগ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারিসহ ১৪ জনকে আটক করা হয়েছে।
সেনবাগ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গভীর রাতে রাস্তায় ব্যারিকেড দিয়ে দুর্বৃত্তরা সেবারহাট বাজারে একটি বালুবাহী ট্রাকে আগুন দিয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
জেলা পুলিশের বিশেষ শাখার তথ্যমতে, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সদর থানায় ৭ জন, হাতিয়ায় ১, কোম্পানীগঞ্জে ৬, বেগমগঞ্জ ১৭, সেনবাগ ১৪, চাটখিল ৪, সোনাইমুড়ী ২১, চরজব্বার থানায় ৬ ও গোয়েন্দা পুলিশ ৮ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা রয়েছে এবং বাকিদের নাশকতার চেষ্টা ও পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি জামায়াতের অবৈধ হরতালের বিরুদ্ধে জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ ও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। তাদের নৈরাজ্য রোধে আমাদের দলের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে।’
সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে আজ রোববার ভোরে নোয়াখালী শহরের বেশ কিছু স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে পিকেটিং করার চেষ্টা করা হয়েছে। পরে পুলিশের ধাওয়ায় পালিয়ে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা।
এ দিকে গতকাল রাতে ট্রাকে আগুন, সিএনজিসহ কয়েকটি গাড়ি ভাঙচুর, হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করা হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতে নেতা-কর্মীসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানা-পুলিশ বলছে, এলাকায় ভোর ৫টার দিকে টায়ারে আগুন দিয়ে পিকেটিং করার চেষ্টা করে একদল যুবক। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। এ ছাড়া ভোর সাড়ে ৫টার দিকে চৌমুহনী নাপিতের পোল এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ করে হরতাল সমর্থকেরা। খবর পেয়ে পুলিশের একটি মোবাইল টিম গিয়ে তাদের ধাওয়া করে এবং ঘটনাস্থল থেকে ৫টি ককটেল উদ্ধার করে।
রোববার ভোর থেকে জেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, হরতালকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করলেও প্রধান সড়কসহ বেশির ভাগ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকে সড়কে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সড়কগুলোতে যান চলাচল বাড়ছে। বিভিন্ন সড়কে পুলিশের উপস্থিতি ও টহল লক্ষ করা গেছে। হরতালকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সকল ধরনের নাশকতা রুখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে পুলিশের টহল অব্যাহত রয়েছে।
এদিকে গতকাল শনিবার বিএনপির সমাবেশ থেকে রোববার সারা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে রাত ৯টার দিকে বেগমগঞ্জে মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় হরতাল সমর্থনকারীরা দুটি সিএনজি ভাঙচুর করে। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায়, এ সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যা ও রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে হরতাল বিরোধী মিছিল হয়েছে কবিরহাট, কোম্পানীগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার রাতে মিছিল থেকে গাড়ি ভাঙচুরের সময় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।’
সেনবাগ থানা-পুলিশ বলছে, শনিবার দিবাগত রাতে ফেনী থেকে বালুবাহী একটি ট্রাক চৌমুহনী বাজারের উদ্দেশে ছেড়ে আসে। ট্রাকটি সেনবাগের সেবারহাট পশ্চিম বাজারে পৌঁছালে সেটির গতিরোধ করে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুরোপুরি পুড়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেনবাগ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারিসহ ১৪ জনকে আটক করা হয়েছে।
সেনবাগ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গভীর রাতে রাস্তায় ব্যারিকেড দিয়ে দুর্বৃত্তরা সেবারহাট বাজারে একটি বালুবাহী ট্রাকে আগুন দিয়েছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
জেলা পুলিশের বিশেষ শাখার তথ্যমতে, শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে সদর থানায় ৭ জন, হাতিয়ায় ১, কোম্পানীগঞ্জে ৬, বেগমগঞ্জ ১৭, সেনবাগ ১৪, চাটখিল ৪, সোনাইমুড়ী ২১, চরজব্বার থানায় ৬ ও গোয়েন্দা পুলিশ ৮ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা রয়েছে এবং বাকিদের নাশকতার চেষ্টা ও পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনম সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি জামায়াতের অবৈধ হরতালের বিরুদ্ধে জেলার প্রতিটি উপজেলায় বিক্ষোভ ও শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। তাদের নৈরাজ্য রোধে আমাদের দলের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৩ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
৮ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১১ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১২ মিনিট আগে