Ajker Patrika

পটিয়া হাসপাতালে আরও একজন স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে তদন্ত কমিটি

প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)
পটিয়া হাসপাতালে আরও একজন স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে তদন্ত কমিটি

অবৈধভাবে টিকা দেওয়ার ঘটনায় অভিযুক্ত সেই রবিউল হোসেনের সহযোগী চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে এবার তদন্ত কমিটি গঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ স্বাক্ষরিত এক চিঠিতে এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। 

কমিটিতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক) ডা. সিরাজুল ইসলামকে সভাপতি করে গঠিত তদন্ত কমিটির সদস্যসচিব হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদিয়া আকতার। অপর সদস্য হলেন মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ। তাদেরকে আগামী দুই কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন সুপারিশসহ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। 

চিঠিতে আরও বলা হয়েছে, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সাজ্জাদ হোসেন, হাবিলাসদ্বীপ ১ নম্বর ওয়ার্ড (সাবেক) নিজ কর্তব্যের পাশাপাশি রবিউল হোসেনকে এমটি ইপিআই (সাময়িক বরখাস্ত) সহযোগিতা করার জন্য পত্র জারি করা হয়। সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় তালুকদারের স্বাক্ষরের প্রেক্ষিতে এটা করা হয়। উক্ত আদেশে হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতির স্বাক্ষরে অসঙ্গতি পরিলক্ষিত হয়। এর সুষ্ঠু তদন্তের নিমিত্তে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হল। 

পটিয়া-২এর আগে বুধবার হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসেনের স্ত্রী কুলসুমা আকতারের বিরুদ্ধেও ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। তার বিরুদ্ধে হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির এই অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রধান করা হয়েছে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. প্রবাল চক্রবর্তীকে। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদিয়া আক্তারকে কমিটির সদস্যসচিব এবং আশিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ডা. রাজীব দে’কে সদস্য করা হয়েছে। 

প্রসঙ্গত, চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রবিউল হোসেনের বিরুদ্ধে প্রশাসনের অনুমতি না নিয়ে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে দুই দিনব্যাপী টিকা কার্যক্রম পরিচালনা করার অভিযোগ ওঠে। এ ঘটনায় সাময়িক বরখাস্ত হন রবিউল হোসেন। অভিযোগ ওঠে, রবিউলের স্ত্রী স্বাস্থ্য সহকারী কুলসুমা আকতার অনুপস্থিত থাকলেও রবিউল নিজেই হাজিরা দিয়ে দিতেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত