চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন ছয় শর্তে আবার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন রেলওয়ে কর্মচারীরা। আজ রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান রেলওয়ে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সিদ্ধান্ত অনুযায়ী আজ বেলা ২টা ৫০ মিনিটের সময়সূচি থেকে শাটল ট্রেন নিয়মিত চলাচল করবে।
রেলওয়ের কর্মচারীদের দেওয়া ছয়টি শর্ত হলো, পাহাড়তলী থেকে প্রতিটি ইঞ্জিনের সঙ্গে রেলওয়ে পুলিশের (জিআরবি) কমপক্ষে চারজন সদস্য দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে কর্মচারীদের প্রতিনিধি ও পুলিশ প্রশাসন মিলে বৈঠক করতে হবে। ওই বৈঠকে যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে শিক্ষার্থী উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে, ছাত্রদের সচেতনতা বাড়াতে শ্রেণিকক্ষে কাউনসেলিং করতে হবে এবং গত বৃহস্পতিবার লোকোমাস্টারদের লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আবিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শাটল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। কর্মচারীদের প্রতিনিধিরা যুক্তি দেখিয়ে ছয়টি শর্ত দিয়েছেন। বিকেল থেকে শাটল ট্রেন চলবে।
গত বৃহস্পতিবার শাটল ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের লোকোমাস্টারদের মারধর করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে ট্রেন স্টেশনে রেখেই দুই লোকোমাস্টার ও গার্ড পালিয়ে যান। এরপর থেকে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেন লোকোমাস্টাররা।
আরও পড়ুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন ছয় শর্তে আবার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন রেলওয়ে কর্মচারীরা। আজ রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান রেলওয়ে কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সিদ্ধান্ত অনুযায়ী আজ বেলা ২টা ৫০ মিনিটের সময়সূচি থেকে শাটল ট্রেন নিয়মিত চলাচল করবে।
রেলওয়ের কর্মচারীদের দেওয়া ছয়টি শর্ত হলো, পাহাড়তলী থেকে প্রতিটি ইঞ্জিনের সঙ্গে রেলওয়ে পুলিশের (জিআরবি) কমপক্ষে চারজন সদস্য দিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে কর্মচারীদের প্রতিনিধি ও পুলিশ প্রশাসন মিলে বৈঠক করতে হবে। ওই বৈঠকে যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা, ট্রেনের ছাদে ও ইঞ্জিনে শিক্ষার্থী উঠলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে, ছাত্রদের সচেতনতা বাড়াতে শ্রেণিকক্ষে কাউনসেলিং করতে হবে এবং গত বৃহস্পতিবার লোকোমাস্টারদের লাঞ্ছিতের ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আবিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর শাটল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে। কর্মচারীদের প্রতিনিধিরা যুক্তি দেখিয়ে ছয়টি শর্ত দিয়েছেন। বিকেল থেকে শাটল ট্রেন চলবে।
গত বৃহস্পতিবার শাটল ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ট্রেনের লোকোমাস্টারদের মারধর করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে ট্রেন স্টেশনে রেখেই দুই লোকোমাস্টার ও গার্ড পালিয়ে যান। এরপর থেকে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটল ট্রেন না চালানোর সিদ্ধান্ত নেন লোকোমাস্টাররা।
আরও পড়ুন:
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
২৭ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৩০ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৩৫ মিনিট আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৩৯ মিনিট আগে