Ajker Patrika

রোয়াংছড়িতে সশস্ত্র দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩ লাশ উদ্ধার

থানচি (বান্দরবান) ও নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ মে ২০২৩, ০০: ১৫
রোয়াংছড়িতে সশস্ত্র দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩ লাশ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম পাহাড়ে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক ও মগ বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পাহাড় থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ প্রতিবেদন লেখার সময় (রাত ৮টা) পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তবে পরে রাত পৌনে ১২টার দিকে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের নাম পরিচয় জানানো হয়। নিহতরা হলেন— রনিনপাড়ার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২), একই গ্রামের নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) এবং দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)।

আজ সোমবার উপজেলার সদর থেকে দশ কিলোমিটার পূর্বে পাইক্ষ্যং পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের পাইখ্যং পাড়ায় এলাকায় পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক) ও মগ লিবারেশন পার্টি (মগ বাহিনী) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সকালের দিকে সশস্ত্র সংগঠনের দুপক্ষের অস্ত্রধারীদের মধ্যে কয়েক দফায় থেমে থেমে গোলাগুলি হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আশপাশে অবস্থান নেয়।

এ ঘটনায় আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনার পার্শ্ববর্তী পাহাড় থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয় অন্য একটি সূত্র জানায়, পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক) এবং সশস্ত্র সংগঠন কেএনফের সঙ্গে বন্দুক যুদ্ধে এ তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, সশস্ত্র দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে এক মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ হন। প্রতিপক্ষ গ্রুপের সদস্য ধারণা করে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহতরা তিনজনই ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। এদের বাড়ি রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়ায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাকিল আজকের পত্রিকাকে বলেন, ‘গুলিবিদ্ধ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো বান্দরবান হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। শুনেছি, নিহতরা ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।’

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সশস্ত্র দুগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত