Ajker Patrika

১০ বছরের সাজা থেকে বাঁচতে ৩০ বছর পলাতক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৩৬
১০ বছরের সাজা থেকে বাঁচতে ৩০ বছর পলাতক

১০ বছরের সাজা থেকে বাঁচতে ৩০ বছর পালিয়ে বেড়িয়েছেন চট্টগ্রামের জাফর (৫৭) নামে ডাকাতি মামলার এক আসামি। অবশেষে গতকাল সোমবার রাতে পতেঙ্গা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হাতে ধরা পড়লেন তিনি।

আজ মঙ্গলবার তাঁকে আনোয়ারা থানা-পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ।

গ্রেপ্তার জাফর আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার বাসিন্দা। ১৯৯২ সালের একটি ডাকাতি মামলায় আদালত তাঁকে ১০ বছরের সাজা দিলে তিনি পালিয়ে যান।

ওসি সোহেল আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার জাফরের বিরুদ্ধে আনোয়ারা থানায় ১৯৯২ সালে একটি ডাকাতি মামলায় আদালত ১০ বছরের সাজা দেন। এরপর থেকে ৩২ বছর আত্মগোপনে ছিলেন তিনি। তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত