Ajker Patrika

ভোটে আচরণবিধি ভঙ্গে জরিমানার ১ লাখ টাকা ফেরত চান এমপি বাহার

কুমিল্লা প্রতিনিধি
ভোটে আচরণবিধি ভঙ্গে জরিমানার ১ লাখ টাকা ফেরত চান এমপি বাহার

দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা–৬ আসনে আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা জরিমানা করে নির্বাচন কমিশন (ইসি)। নিয়ম মেনে ভোটের আগে জরিমানার টাকা জমা দেন তিনি। ওই জরিমানা ‘আইনবহির্ভূত’ দাবি করে গত ১৮ জানুয়ারি হাইকোর্টে রিট করেছেন আওয়ামী লীগের এই এমপি।

সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইসির ওই জরিমানা আরোপের সিদ্ধান্তের বিষয়ে একটি রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, কুমিল্লার বিভাগীয় কমিশনারসহ (রিটার্নিং কর্মকর্তা) বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এতে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা জরিমানা আরোপে ইসির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। 

আদালতে আ ক ম বাহাউদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া।

আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আচরণবিধি ভঙ্গের কারণে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা যায়। কিন্তু ইসি যেভাবে বাহাউদ্দিনকে জরিমানা আরোপ করেছে, তা আইনসিদ্ধ হয়নি। তাই ওই টাকা ফেরত দিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হলে শুনানি নিয়ে হাইকোর্ট ওই রুল দেন।’

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি আজকের পত্রিকাকে বলেন, গত ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছেন তাতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে—যদিও আমি আচরণবিধি লঙ্ঘন করিনি—প্রার্থিতা বাতিলের কথা উল্লেখ করে ব্যাখ্যা চেয়েছেন।

তিনি বলেন, ‘এ বিষয়ে গত ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছি। নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিলের কথা উল্লেখ করলেও ১ লাখ টাকা জরিমানা করেছে বিধি বহির্ভূতভাবে। এতে আমার মর্যাদায় আঘাত এসেছে। বিধি বহির্ভূতভাবে করা জরিমানার টাকা ফেরত পেতে আদালতের শরণাপন্ন হয়েছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা–৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তাঁর বিরুদ্ধে অনিয়ম সংঘটনের বিষয়টি প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২৭ ডিসেম্বর ১ লাখ টাকা জরিমানা করে ইসি। তিন দিনের মধ্যে ওই টাকা ট্রেজারি চালানে জমা দিতে বলা হলে গত ৩১ ডিসেম্বর জমা দেন তিনি।

গত ৭ জানুয়ারি বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২১০ ভোট। তাঁর নিকটপ্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৪৪ হাজার ৯৬৬ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত