Ajker Patrika

নাসিরনগরে পুকুরে গোসলে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নাসিরনগরে পুকুরে গোসলে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ দুই শিশুর। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন। আজ রোববার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে তাদের বাড়ি সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত শিশুরা হলো, হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের দুবাই প্রবাসী আক্তার শাহ মেয়ে রউজা বেগম (৬) এবং প্রবাসী শাহানুর শাহ ছেলে মো. সামি (৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে নিজ বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে যায় রউজা ও সামি। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় ওই দুই শিশু। পুকুরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তাদের পরিবারের লোকজন। কোথাও না পেয়ে একপর্যায়ে পুকুরে নেমে খোঁজ করলে তাদের মরদেহ পানির নিচে পাওয়া যায়। 

পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নিকটবর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

নিহতদের চাচা মামুন শাহ বলেন, রোববার দুপুরে তারা দুজন পুকুরে গোসল করতে যায়। এ সময় স্থানীয় একজন পুকুরে না নামতে তাদের ধমকও দেয়। তারা মাকে জানিয়ে এসেছে বলে ওই ব্যক্তিকে জানায়। এরপরে তারা পুকুরের পানিতে নামে। গোসল করার কোনো এক সময় তারা পানিতে ডুবে যায়। 

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। আমিও খোঁজখবর নিচ্ছি। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত