Ajker Patrika

চট্টগ্রাম নগরে হেলে পড়ল চারতলা ভবন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৪: ০০
চট্টগ্রাম নগরে হেলে পড়ল চারতলা ভবন 

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটলও দেখা দিয়েছে। তবে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ। ভবনে থাকা জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানালেন ভবন মালিক খোরশেদ আলম বাপ্পি। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি জানাজানি হলে পাঁচলাইশ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১টা) ভবনের থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের জিনিসপত্র সরানোর কাজ চলছিল। 

সরেজমিনে দেখা গেছে, ভবনটির পাশ ঘেঁষে সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলছে। এরই অংশ হিসেবে পাশের নালা বড় করতে গিয়ে ওই ভবনের কিছু অংশ ভাঙার মুখেও পড়ে।

 এ বিষয়ে ঘটনাস্থলে থাকা পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন বলেন, ‘ভবন হেলে পড়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি। প্রথমে মানুষজন সরিয়ে নেওয়ার কাজ শেষ করি। এরপর ভবন থেকে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করছি।’

এদিকে ভবন হেলে পড়ার খবরে ঘটনাস্থলে ভিড় করছে লোকজন। আশপাশের দোকানপাটের লোকজনের মধ্যে এ নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত