Ajker Patrika

লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকা নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকা নিহত

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে রওশন বিনতে শফি নামের (৪০) এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে লাকসাম-নোয়াখালী রেললাইনের লাকসাম পৌর ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস (আপ-৭১১) ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় রওশন ট্রেনে কাটা পড়েন। চার মাস আগে দ্বিতীয় স্বামীর সঙ্গে তালাকের পর থেকে তিনি হতাশায় ভুগছিলেন। রওশন নাথেরপেটুয়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে। তিনি লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন। ছেলেমেয়েকে নিয়ে তিনি উত্তর লাকসাম এলাকায় বসবাস করতেন।

নোয়াখালী রেলগেটের গেটম্যান মাহফুজুর রহমান বলেন, ‘ট্রেন আসার সময় গেট নামানোর পর গেটের অদূরে দেখি এক মহিলা ট্রেনের নিচে শুয়ে পড়েন। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।’

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে নিহতের মাথা ও হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত