Ajker Patrika

চট্টগ্রামে ইউপি সদস্যের অফিসে ঝুলন্ত লাশ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৯: ৩৭
চট্টগ্রামে ইউপি সদস্যের অফিসে ঝুলন্ত লাশ, আটক ৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নারী ইউপি সদস্যের অফিস থেকে নুরুল আলম (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার নারী ইউপি সদস্য আছিয়া বেগমের (৫০) অফিস থেকে লাশটি উদ্ধার করে কর্ণফুলী থানা–পুলিশ।

লাশ উদ্ধারের ঘটনায় ইউপি সদস্য আছিয়া বেগম, কোরবান আলী (২৮) ও মোহাম্মদ পারভেজ (২২) নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইছানগর এলাকায় ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আছিয়া বেগম থানায় এসে জানান, ৫০ হাজার টাকা পাওনা থাকায় তিনি নুরুল আলম নামের ওই ব্যক্তিকে তাঁর অফিসে আটকে রাখেন। কয়েক ঘণ্টা পর অফিস খুলে দেখেন নুরুল আলম আত্মহত্যা করেছেন।

কর্ণফুলী থানার ওসি (তদন্ত) ফেরদৌস হোসেন জানান, নুরুল আলমের কাছে চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার ইউপি সদস্য আছিয়া বেগমের ৫০ হাজার টাকা পাওনা ছিল। তাই পাওনা টাকা আদায়ে আছিয়া বেগম নুরুল আলমকে অফিসে আটকে রাখেন। আটকে রাখার কয়েক ঘণ্টা পর নুরুল আলমের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিহত নুরুল আলম একই এলাকার মৃত শরফ আলীর ছেলে। তাঁর শরীরে লুঙ্গি ও গেঞ্জি ছিল।

ফেরদৌস হোসেন আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত