Ajker Patrika

স্ত্রীর অপারেশনে খরচ মেটাতে চুরি পেশায় স্বামী, আটক পুলিশের জালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
স্ত্রীর অপারেশনে খরচ মেটাতে চুরি পেশায় স্বামী, আটক পুলিশের জালে

দুই বছর ধরে জটিল রোগে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার খরচ মেটাতে চুরিতে নেমেছিলেন রনি। পুরো নাম আসিফ করিম রনি (২৭)। শুক্রবার একটি পিকআপ ভ্যান চুরির ঘটনায় ধরা পড়েন রনি। খুলশী থানা-পুলিশের জিজ্ঞাসাবাদে রনি এমনটাই জানান রনি। 

অভিযুক্ত রনি নোয়াখালীর সুধারাম থানার বাসিন্দা। 

চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি ভোরে টাইগারপাস পি-ডব্লিউ কলোনি থেকে একটি পিকআপ ভ্যান চুরি হয়। এই ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে থানার মামলার পর অভিযুক্ত রনিকে শনাক্ত করা হয়। শুক্রবার টাইগারপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপটি কর্ণফুলী থানাধীন ফকিরহাট এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।’ 

সন্তোষ কুমার আরও বলেন, ‘আসামি জিজ্ঞাসাবাদে আমাদের জানিয়েছে, চুরি করা পিকআপটি বিক্রি করে তিনি স্ত্রীর অপারেশন করাতেন। স্ত্রীর অপারেশন শেষে যা টাকা বাঁচবে তা দিয়ে তাঁর একটি মোটরসাইকেল কেনার শখ ছিল। এ জন্য রনি টাকা জোগাড় করতে চুরিকে বেছে নিয়েছে।’ 

ওসি আরও জানান, রনির নির্দিষ্ট কোনো পেশা নাই। কখনো ইলেকট্রিশিয়ান, কখনো ড্রাইভার, কখনো মিস্ত্রি এভাবে যখন যা হাতে পায় সেই কাজ করেই সংসার চালিয়ে থাকে। 

গ্রেপ্তারের পর অভিযুক্ত রনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, আসিফ করিম রনির বর্তমানে তিন বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে তাঁর স্ত্রী জরায়ুতে সিস্ট রোগে ভুগছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত