হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
সাত মাস পলাতক থাকার পর নোয়াখালীর হাতিয়ায় তাঁতী দলের নেতার বাড়ি থেকে সন্দ্বীপের আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত ভোররাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁতী দলের বুড়িরচর ইউনিয়ন শাখার সভাপতি সৈকত তাঁর সম্পর্কে শ্যালক।
স্বজনেরা জানান, সরকার পরিবর্তনের পর আলাউদ্দিন বেদন তাঁর শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। এই সুযোগে বিভিন্ন অজুহাত দেখিয়ে সৈকত তাঁর কাছ থেকে কয়েক ধাপে মোটা অঙ্কের টাকা নেন। এখন আটক হওয়ার পর তিনি কিছুই জানেন না বলে এড়িয়ে যান।
অন্যদিকে সৈকত বলেন, ‘আটক আলাউদ্দিন বেদন সম্পর্কে আমার দুলাভাই। কিন্তু তিনি আমাদের বাড়িতে পালিয়ে আছেন, এটা আমি জানতাম না। এ ছাড়া টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়।’
জানতে চাইলে উপজেলা তাঁতী দলের সভাপতি মো. ফরহাদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সৈকতের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আটকের বিষয়টি আমি শুনেছি। তাকে পালিয়ে থাকার বিষয়ে সৈকতের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গোপনে সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কিছু লোক। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজির বাড়ির বাগান থেকে বেদনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা আরও ১৫-২০ জন সহযোগী পালিয়ে যান। পরে তাঁর শ্বশুরবাড়িতে তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আটক আলাউদ্দিন বেদনকে ককটেলসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
সাত মাস পলাতক থাকার পর নোয়াখালীর হাতিয়ায় তাঁতী দলের নেতার বাড়ি থেকে সন্দ্বীপের আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত ভোররাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁতী দলের বুড়িরচর ইউনিয়ন শাখার সভাপতি সৈকত তাঁর সম্পর্কে শ্যালক।
স্বজনেরা জানান, সরকার পরিবর্তনের পর আলাউদ্দিন বেদন তাঁর শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। এই সুযোগে বিভিন্ন অজুহাত দেখিয়ে সৈকত তাঁর কাছ থেকে কয়েক ধাপে মোটা অঙ্কের টাকা নেন। এখন আটক হওয়ার পর তিনি কিছুই জানেন না বলে এড়িয়ে যান।
অন্যদিকে সৈকত বলেন, ‘আটক আলাউদ্দিন বেদন সম্পর্কে আমার দুলাভাই। কিন্তু তিনি আমাদের বাড়িতে পালিয়ে আছেন, এটা আমি জানতাম না। এ ছাড়া টাকা নেওয়ার বিষয়টি সঠিক নয়।’
জানতে চাইলে উপজেলা তাঁতী দলের সভাপতি মো. ফরহাদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘সৈকতের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আটকের বিষয়টি আমি শুনেছি। তাকে পালিয়ে থাকার বিষয়ে সৈকতের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ জানায়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গোপনে সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের কিছু লোক। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজির বাড়ির বাগান থেকে বেদনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা আরও ১৫-২০ জন সহযোগী পালিয়ে যান। পরে তাঁর শ্বশুরবাড়িতে তল্লাশি করে ১০টি ককটেল পাওয়া যায়।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আটক আলাউদ্দিন বেদনকে ককটেলসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৬ মিনিট আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৩৭ মিনিট আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগেচাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য জীবিত নবজাতক রেখে যাওয়া এবং পরে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভর্তি থাকা রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার
২ ঘণ্টা আগে