Ajker Patrika

রামুতে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও গাড়ি ভাঙচুর, নৌকার প্রার্থীকে দোষারোপ

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৪: ১৬
রামুতে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও গাড়ি ভাঙচুর, নৌকার প্রার্থীকে দোষারোপ

কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের ইগল প্রতীকের প্রচার মাইক ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রামু উপজেলার বাইপাস এলাকায় এসব ভাঙচুর করা হয়।

ব্যারিস্টার মিজান সাঈদ অভিযোগ করে বলেন, ‘রামু উপজেলা সদরের বাইপাস এলাকায় প্রচারকাজ চালানোর সময় নৌকা প্রতীকের সমর্থকেরা স্লোগান দিয়ে তাঁর প্রচার মাইক ও অটোরিকশা ভাঙচুর করে। এ সময় গাড়িতে প্রচারের কাজে থাকা এক কর্মীকে মারধর করা হয়। আহত কর্মীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

রামুতে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ও গাড়ি ভাঙচুর।এ বিষয়ে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত