Ajker Patrika

মোড়ক পরিবর্তন করে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিক্রি

কুমিল্লা প্রতিনিধি  
ভোক্তা অধিকারে অভিযান। ছবি: সংগৃহীত
ভোক্তা অধিকারে অভিযান। ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যাত্রাপুর এলাকায় একটি বেকারিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে খাদ্যে নিষিদ্ধ হাইড্রোজ, অনুমোদনহীন রং ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাতসহ একাধিক অনিয়ম ধরা পড়েছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে সদর দক্ষিণের যাত্রাপুর এলাকায় ‘রসনা বিলাস বেকারি’-তে এই অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, মিষ্টি ও পাউরুটিতে নিষিদ্ধ হাইড্রোজ, অনুমোদনহীন রং ব্যবহার, মেয়াদোত্তীর্ণ বিস্কুট পুনরায় প্যাকেটজাতকরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ওই প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত