Ajker Patrika

ঘরের জানালা থেকে ছাত্রদলের কর্মী চবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চবি সংবাদদাতা
লাবিবা লামিয়া। ছবি: সংগৃহীত
লাবিবা লামিয়া। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লাবিবা লামিয়া নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনের একটি ভাড়া বাসার চতুর্থতলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

লামিয়া অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সহপাঠীদের ভাষ্যমতে, একাডেমিক ফল নিয়ে দুশ্চিন্তায় ছিলেন লামিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রক্টরিয়াল টিমের সঙ্গে কথা বলে জানা গেছে, লামিয়া তাঁর মা-বাবার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সামনের একটি ভাড়া বাসায় থাকতেন। পড়াশোনার পাশাপাশি তিনি শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। প্রথম বর্ষের পরীক্ষায় ছয়টি কোর্সে অকৃতকার্য (ফেল) হওয়ায় পরের শিক্ষাবর্ষে উঠতে (ড্রপ আউট) ব্যর্থ হন। এ নিয়ে লামিয়া দুশ্চিন্তায় ছিলেন বলে জানিয়েছেন সহপাঠীরা।

সকাল সাড়ে ৯টার দিকে বাসার গৃহকর্মী কক্ষ পরিষ্কার করতে গিয়ে লামিয়াকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ভেতর থেকে দরজা বন্ধ ছিল। কক্ষের অতিরিক্ত চাবি দিয়ে খুলে প্রবেশ করে তাঁর লাশ নামিয়ে নিচে রাখেন মা-বাবা।

বাসার গৃহকর্মী বলেন, ‘লামিয়া জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। তবে তাঁর পা মাটিতে লেগে ছিল। তাহলে কীভাবে মারা গেল। ফাঁসি দিলে তো ঝুলে থাকার কথা।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কোরবান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জানার পরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পরে আমরা এবং মেডিকেলের একজন ডাক্তার সেখানে গিয়ে দেখি, লামিয়ার মা-বাবা লাশ নামিয়ে নিচে শুয়ে রেখেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে গেছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি আত্মহত্যার বাইরে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানা যাবে।’

এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার বলেন, ‘আমরা খবর পাওয়ার পর প্রক্টরিয়াল টিমের সদস্যদের নিয়ে এসে লাশ মাটিতে শোয়ানো অবস্থায় পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য আমরা নিয়ে এসেছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।’

এর আগে, গত বছরের ১ নভেম্বর এই বিভাগের একই বর্ষের তাজরিয়ান আহমেদ সোয়ারা (২১) নামের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত