লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে পরিবেশ আইন অমান্য করে অবৈধোবে ইটভাটা পরিচালনা করায় চারটি ইটভাটার মালিককে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার রামগতি, সদর ও কমলনগর উপজেলায় এ অভিযান চালানো হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ও লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি ইটভাটার মধ্যে রামগতি উপজেলায় আল্লাহর দান ও একতা বিক্সকে ২ লাখ করে চার লাখ টাকা ও সদর উপজেলার ভবানীগঞ্জের এমবি বিক্সকে ১০ লাখ টাকা, কমলনগর উপজেলায় আকাশ বিক্সকে দেড় লাখসহ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ বিকেলে আল্লাহর দান ও একতা ইটভাটায় অভিযানের সময় দেখা যায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা হচ্ছিল। এ সময় দুই ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে মোহাম্মদীয়া ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এর আগে, কমলনগর উপজেলায় আকাশ ইটভাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুদ্দিন মো. রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একই অভিযোগে ওই ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সদর উপজেলার ভবানীগঞ্জের এমভি ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ বলেন, লক্ষ্মীপুর জেলায় ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৬০ টির বৈধ কাগজপত্র থাকলেও বাকি ৬৫টি অবৈধভাবে পরিচালনা করে আসছে। পরিবেশ আইন অমান্য করায় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগে চারটি ইটভাটার মালিককে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন বলেন, অন্য যেসব অবৈধ ইটভাটা রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
লক্ষ্মীপুরে পরিবেশ আইন অমান্য করে অবৈধোবে ইটভাটা পরিচালনা করায় চারটি ইটভাটার মালিককে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার রামগতি, সদর ও কমলনগর উপজেলায় এ অভিযান চালানো হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ও লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি ইটভাটার মধ্যে রামগতি উপজেলায় আল্লাহর দান ও একতা বিক্সকে ২ লাখ করে চার লাখ টাকা ও সদর উপজেলার ভবানীগঞ্জের এমবি বিক্সকে ১০ লাখ টাকা, কমলনগর উপজেলায় আকাশ বিক্সকে দেড় লাখসহ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ বিকেলে আল্লাহর দান ও একতা ইটভাটায় অভিযানের সময় দেখা যায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা হচ্ছিল। এ সময় দুই ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে মোহাম্মদীয়া ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এর আগে, কমলনগর উপজেলায় আকাশ ইটভাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুদ্দিন মো. রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একই অভিযোগে ওই ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সদর উপজেলার ভবানীগঞ্জের এমভি ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ বলেন, লক্ষ্মীপুর জেলায় ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৬০ টির বৈধ কাগজপত্র থাকলেও বাকি ৬৫টি অবৈধভাবে পরিচালনা করে আসছে। পরিবেশ আইন অমান্য করায় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগে চারটি ইটভাটার মালিককে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন বলেন, অন্য যেসব অবৈধ ইটভাটা রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে