বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পানির স্রোতে ভেসে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার মা মাহ্লা খেয়াং (৪৮) এখনো নিখোঁজ। মেয়ে মানু খেয়াংয়ের (১৫) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউপির তৈচ্ছা খাল পারাপার হতে গিয়ে তাঁরা স্রোতের টানে ভেসে যান। মা-মেয়ে উপজেলার নোয়াপতং ইউপির ক্রংলাইপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মাহ্লা খেয়াং ও তাঁর মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষে বিকেলে বাড়ি ফিরছিলেন। পথে তৈচ্ছাখাল পারাপারের সময় পাহাড়ি ঢলে ভেসে যান দুজনে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজির পর মানু খেয়াংয়ের লাশ পান। তবে অন্ধকার হয়ে আসার আগে পর্যন্ত মাহ্লা খেয়াংয়ের সন্ধান পাওয়া যায়নি।
নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, ‘বানের স্রোতে ভেসে যাওয়া মেয়ের লাশ উদ্ধার হলেও মায়ের খোঁজ পাওয়া যায়নি।’ রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘পাহাড়ি ঢলে মা-মেয়ে ভেসে গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধারের খবর শুনেছি। এলাকাটি অতি দুর্গম হওয়ায় রাতে যাওয়া সম্ভব নয়, শুক্রবার সকালে ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।’
উল্লেখ, প্রতিবছর বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন দুর্গম এলাকায় ঝিরি ও খাল পার হতে গিয়ে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পানির স্রোতে ভেসে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার মা মাহ্লা খেয়াং (৪৮) এখনো নিখোঁজ। মেয়ে মানু খেয়াংয়ের (১৫) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউপির তৈচ্ছা খাল পারাপার হতে গিয়ে তাঁরা স্রোতের টানে ভেসে যান। মা-মেয়ে উপজেলার নোয়াপতং ইউপির ক্রংলাইপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মাহ্লা খেয়াং ও তাঁর মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষে বিকেলে বাড়ি ফিরছিলেন। পথে তৈচ্ছাখাল পারাপারের সময় পাহাড়ি ঢলে ভেসে যান দুজনে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজির পর মানু খেয়াংয়ের লাশ পান। তবে অন্ধকার হয়ে আসার আগে পর্যন্ত মাহ্লা খেয়াংয়ের সন্ধান পাওয়া যায়নি।
নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, ‘বানের স্রোতে ভেসে যাওয়া মেয়ের লাশ উদ্ধার হলেও মায়ের খোঁজ পাওয়া যায়নি।’ রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘পাহাড়ি ঢলে মা-মেয়ে ভেসে গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধারের খবর শুনেছি। এলাকাটি অতি দুর্গম হওয়ায় রাতে যাওয়া সম্ভব নয়, শুক্রবার সকালে ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।’
উল্লেখ, প্রতিবছর বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন দুর্গম এলাকায় ঝিরি ও খাল পার হতে গিয়ে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
২ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
২ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
৮ মিনিট আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
১৪ মিনিট আগে