Ajker Patrika

ফেনী-৩: পুনর্নির্বাচনের দাবি জানিয়ে ইসিতে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনী-৩: পুনর্নির্বাচনের দাবি জানিয়ে ইসিতে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ

ফেনী-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগে এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ। গতকাল রোববার রাতে তিনি নির্বাচন কমিশনের সচিব ও প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ অভিযোগ দেন।

এর আগে জাল ভোট দেওয়ার অভিযোগে বেলা সাড়ে ৩টায় তিনি সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, দুই উপজেলায় ১৪৪টি ভোটকেন্দ্রে তার এজেন্টেদের বের করে দেওয়া হয়েছে। জাপা প্রার্থী জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর নেতা কর্মীরা প্রিসাইডিং অফিসারদের সহযোগিতায় লাঙ্গল প্রতীকে সিল মারছেন।

হাজী রহিম উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচন কমিশনারের এমন আশ্বাসে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিই। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী হতাম। এখানে একতরফা নির্বাচন হয়েছে। সকলে প্রভাব খাটিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা জাল ভোট দিয়েছে। কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে ধরা হয়েছে কয়েকজনকে। তাই ভোট বর্জন করে পুনরায় নির্বাচনের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছি।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মাসুদ উদ্দিন চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৭৬০ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত