চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট স্থানান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো মূল ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা মূল ক্যাম্পাসেই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। পরে ব্যানার নিয়ে শহীদ মিনার থেকে প্রক্টরের কার্যালয় ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস স্থানান্তরের দাবিতে দীর্ঘদিন তারা শহরের ক্যাম্পাসে আন্দোলন চালিয়েছেন। শহরের ক্যাম্পাস বন্ধ হওয়ায় এখন তারা দুই দিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আন্দোলন করছেন। এখন থেকে মূল ক্যাম্পাসেই আন্দোলন চলবে। প্রয়োজনে পূর্বঘোষিত অনশনও শুরু করবেন।
চারুকলার স্নাতকোত্তরের শিক্ষার্থী জহির রায়হান অভি বলেন, ‘আন্দোলন বন্ধ করতেই প্রশাসন চারুকলা ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। গতকাল (রোববার) ও আজ (সোমবার) দুই দিনই আমরা আমাদের অবস্থান দেখিয়েছি। কিন্তু প্রশাসনের কোনো সাড়াশব্দ নেই। আমরা আগেই অনশনের ঘোষণা দিয়েছিলাম। হয়তো সেই ঘোষণাতে ফিরে যাব। স্থানান্তর শেষ না হওয়া পর্যন্ত আমরা মূল ক্যাম্পাসেই আন্দোলন চালিয়ে যাব।’ প্রশাসন শহরের ক্যাম্পাস বন্ধ করে তাঁদের আন্দোলন করার জায়গায়টা প্রশস্ত করে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে চারুকলা ইনস্টিটিউটের চলমান সংকট নিরসনে এক মাসের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়ারও নির্দেশনা দেওয়া হয়। রাত ১১টার দিকে ক্যাম্পাস ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে এর আগে গতকাল রোববার চবির প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চারুকলা ভবনের সংস্কার কাজ চলছে। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনলাইনে চলছে। আমরা তাদের অনলাইন ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানাচ্ছি।’
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। তবে সম্প্রতি শিক্ষার্থীদের আরেকটা অংশ ক্লাসে ফেরার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেন। এর আগে গত বছরের ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন শুরু করেন শিক্ষার্থীরা। পরে ২২ দফা দাবি মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়।
আন্দোলনের বিষয়ে ২১ জানুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী। পরদিন জেলা প্রশাসক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির শিক্ষার্থীদের আশ্বাস দিলে তাঁরা আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করে খোলা মাঠে ক্লাস করার সিদ্ধান্ত নেন। তবে এক সপ্তাহের মধ্যে সংকট নিরসনে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দাবি করে গত ৩১ জানুয়ারি থেকে আবার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারীতে অবস্থিত। ২০১০ সালে চবি চারুকলা বিভাগ ও চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজকে একীভূত করার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে বর্তমান চারুকলা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউট স্থানান্তরের দাবিতে দ্বিতীয় দিনের মতো মূল ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা মূল ক্যাম্পাসেই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। আজ সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। পরে ব্যানার নিয়ে শহীদ মিনার থেকে প্রক্টরের কার্যালয় ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস স্থানান্তরের দাবিতে দীর্ঘদিন তারা শহরের ক্যাম্পাসে আন্দোলন চালিয়েছেন। শহরের ক্যাম্পাস বন্ধ হওয়ায় এখন তারা দুই দিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আন্দোলন করছেন। এখন থেকে মূল ক্যাম্পাসেই আন্দোলন চলবে। প্রয়োজনে পূর্বঘোষিত অনশনও শুরু করবেন।
চারুকলার স্নাতকোত্তরের শিক্ষার্থী জহির রায়হান অভি বলেন, ‘আন্দোলন বন্ধ করতেই প্রশাসন চারুকলা ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। গতকাল (রোববার) ও আজ (সোমবার) দুই দিনই আমরা আমাদের অবস্থান দেখিয়েছি। কিন্তু প্রশাসনের কোনো সাড়াশব্দ নেই। আমরা আগেই অনশনের ঘোষণা দিয়েছিলাম। হয়তো সেই ঘোষণাতে ফিরে যাব। স্থানান্তর শেষ না হওয়া পর্যন্ত আমরা মূল ক্যাম্পাসেই আন্দোলন চালিয়ে যাব।’ প্রশাসন শহরের ক্যাম্পাস বন্ধ করে তাঁদের আন্দোলন করার জায়গায়টা প্রশস্ত করে দিয়েছে বলেও দাবি করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে চারুকলা ইনস্টিটিউটের চলমান সংকট নিরসনে এক মাসের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়ারও নির্দেশনা দেওয়া হয়। রাত ১১টার দিকে ক্যাম্পাস ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে এর আগে গতকাল রোববার চবির প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চারুকলা ভবনের সংস্কার কাজ চলছে। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনলাইনে চলছে। আমরা তাদের অনলাইন ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানাচ্ছি।’
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। তবে সম্প্রতি শিক্ষার্থীদের আরেকটা অংশ ক্লাসে ফেরার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেন। এর আগে গত বছরের ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন শুরু করেন শিক্ষার্থীরা। পরে ২২ দফা দাবি মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়।
আন্দোলনের বিষয়ে ২১ জানুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী। পরদিন জেলা প্রশাসক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির শিক্ষার্থীদের আশ্বাস দিলে তাঁরা আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করে খোলা মাঠে ক্লাস করার সিদ্ধান্ত নেন। তবে এক সপ্তাহের মধ্যে সংকট নিরসনে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি দাবি করে গত ৩১ জানুয়ারি থেকে আবার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারীতে অবস্থিত। ২০১০ সালে চবি চারুকলা বিভাগ ও চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজকে একীভূত করার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে বর্তমান চারুকলা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৪ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১০ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১২ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১৩ মিনিট আগে