Ajker Patrika

কানে হেডফোন, ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১৬ মে ২০২৫, ১৬: ০৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে পাবজি গেম খেলতে খেলতে রেললাইনে হাঁটছিল নবম শ্রেণির শিক্ষার্থী নোমান (১৫)। পেছন থেকে ট্রেন আসার পরও সে রেললাইন থেকে না সরায় কাটা পড়ে মারা যায়।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার উত্তর এয়াকুবনগর এলাকায় এ ঘটনা ঘটে। নোমান পৌরসভার উত্তর এয়াকুবনগর এলাকার মো. আলমগীরের ছেলে। সে জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে রেললাইনের পাশে যায় নোমান। কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে পাবজি গেম খেলতে খেলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। এ সময় পেছন দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নোমান মোবাইল গেমে আসক্ত ছিল। প্রায়ই সে রেললাইনের পাশে বসে গেম খেলত।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশরাফ সিদ্দিক বলেন, ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যুর বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত