পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি
রপ্তানিমুখী পোশাক শিল্পের ব্যয় আরও এক দফা বাড়ল। আজ বুধবার শিল্পের শতভাগ আমদানি ও রপ্তানি পণ্য জাহাজিকরণের কাজে ব্যবহৃত চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) থেকে এ চার্জ বাড়ানো হয়।
বিজিএমইএ এর সহসভাপতি মো. রাকিবুল আলম বলেন, গত কয়েক দিনের চলমান ধর্মঘটের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আজ থেকে আবার বেসরকারি ডিপোগুলোতে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। ফলে আমাদের এ ব্যবসা টিকিয়ে রাখা দুষ্কর হয়ে উঠেছে।
চার্জ বাড়ানো প্রসঙ্গে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, ডিজেলে মূল্য বৃদ্ধির কারণে আমাদের যেসব ইকুইপমেন্ট ডিজেল চালিত সেসব ইকুইপমেন্টে চার্জ বাড়ানো হয়েছে। পাঁচ ধরনের সেবার মধ্যে ২০ ফুট কন্টেইনারের জন্য ইমপোর্ট হ্যান্ডেলিং প্যাকেজ চার্জ পূর্বে ৭ হাজার ৯৩০ টাকা ছিল। এখন তা ২৩ শতাংশ বাড়িয়ে ৯ হাজার ৭৪৫ টাকা করা হয়েছে। ৪০ ফুট কন্টেইনার ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার ২৫০ টাকা করা হয়।
এ ছাড়া এক্সপোর্ট স্টাফিং প্যাকেজ ৪ হাজার ১৪০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্সপোর্ট ৪০ ফুট কন্টেইনার স্টাফিং ৫ হাজার ৫২০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৭৯০ বাড়ানো হয়। একইভাবে লিফট অন-অফ চার্জ ২৩ শতাংশ বাড়িয়ে ৩৪৫ টাকা থেকে ৪২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিজিএম চার্জ ১ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪১৫ টাকা করা হয়।
এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল খান বলেন, দেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সব সেক্টরে প্রভাব পড়েছে। সর্বশেষ বেসরকারি ডিপোগুলোতেও সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে।
রপ্তানিমুখী পোশাক শিল্পের ব্যয় আরও এক দফা বাড়ল। আজ বুধবার শিল্পের শতভাগ আমদানি ও রপ্তানি পণ্য জাহাজিকরণের কাজে ব্যবহৃত চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) থেকে এ চার্জ বাড়ানো হয়।
বিজিএমইএ এর সহসভাপতি মো. রাকিবুল আলম বলেন, গত কয়েক দিনের চলমান ধর্মঘটের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আজ থেকে আবার বেসরকারি ডিপোগুলোতে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। ফলে আমাদের এ ব্যবসা টিকিয়ে রাখা দুষ্কর হয়ে উঠেছে।
চার্জ বাড়ানো প্রসঙ্গে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, ডিজেলে মূল্য বৃদ্ধির কারণে আমাদের যেসব ইকুইপমেন্ট ডিজেল চালিত সেসব ইকুইপমেন্টে চার্জ বাড়ানো হয়েছে। পাঁচ ধরনের সেবার মধ্যে ২০ ফুট কন্টেইনারের জন্য ইমপোর্ট হ্যান্ডেলিং প্যাকেজ চার্জ পূর্বে ৭ হাজার ৯৩০ টাকা ছিল। এখন তা ২৩ শতাংশ বাড়িয়ে ৯ হাজার ৭৪৫ টাকা করা হয়েছে। ৪০ ফুট কন্টেইনার ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার ২৫০ টাকা করা হয়।
এ ছাড়া এক্সপোর্ট স্টাফিং প্যাকেজ ৪ হাজার ১৪০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্সপোর্ট ৪০ ফুট কন্টেইনার স্টাফিং ৫ হাজার ৫২০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৭৯০ বাড়ানো হয়। একইভাবে লিফট অন-অফ চার্জ ২৩ শতাংশ বাড়িয়ে ৩৪৫ টাকা থেকে ৪২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিজিএম চার্জ ১ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪১৫ টাকা করা হয়।
এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল খান বলেন, দেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সব সেক্টরে প্রভাব পড়েছে। সর্বশেষ বেসরকারি ডিপোগুলোতেও সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
১ ঘণ্টা আগে