Ajker Patrika

‘আমি সরকারি দলের লোক, লাইসেন্সধারী সরকারি গুন্ডা আছে’

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
‘আমি সরকারি দলের লোক, লাইসেন্সধারী সরকারি গুন্ডা আছে’

‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী!’

নির্বাচনী জনসভায় এভাবেই বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। গত রোববার সন্ধ্যায় দেওয়া এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় নির্বাচনী পথসভায় এমন বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। এ সময় অনেক নেতাকর্মী ও সমর্থক তাঁর কথাকে সমর্থন জানিয়ে সুর মেলান।

প্রায় ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে জাকের হোসেন চৌধুরী বাচ্চু ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না-লাইসেন্সধারী! এরা কি উনাদের কাজ করবে, না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? এনারা এত হুমকি-ধমকি দিয়ে ভয়-টয় এগুলো আপনারা করবেন না।’

ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘এগুলো আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন। এই এলাকায়, এই প্রেমবাজারে একসময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতি এমনভাবে করত, তারা রাতে ডাকাতি করত, দিনের বেলায় এখানে বিভিন্ন জায়গায় জুয়া খেলা দিত। এটা আওয়ামী লীগ নামধারী হয়েছিল।’

এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাচ্চু বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওতে আমি বলেছি, সরকারি পুলিশ বাহিনী থাকলে কেউ জোর করে ভোট নিতে পারবে না। আমার ভাইরাল হাওয়া ভিডিওটিকে কে বা কারা এডিট করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর একটি ভিডিও ভাইরালের বিষয় নির্বাচন অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম আলম বলেন, ‘ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কারণ দর্শনের চিঠি ইস্যু হচ্ছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত