বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী!’
নির্বাচনী জনসভায় এভাবেই বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। গত রোববার সন্ধ্যায় দেওয়া এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় নির্বাচনী পথসভায় এমন বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। এ সময় অনেক নেতাকর্মী ও সমর্থক তাঁর কথাকে সমর্থন জানিয়ে সুর মেলান।
প্রায় ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে জাকের হোসেন চৌধুরী বাচ্চু ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না-লাইসেন্সধারী! এরা কি উনাদের কাজ করবে, না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? এনারা এত হুমকি-ধমকি দিয়ে ভয়-টয় এগুলো আপনারা করবেন না।’
ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘এগুলো আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন। এই এলাকায়, এই প্রেমবাজারে একসময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতি এমনভাবে করত, তারা রাতে ডাকাতি করত, দিনের বেলায় এখানে বিভিন্ন জায়গায় জুয়া খেলা দিত। এটা আওয়ামী লীগ নামধারী হয়েছিল।’
এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাচ্চু বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওতে আমি বলেছি, সরকারি পুলিশ বাহিনী থাকলে কেউ জোর করে ভোট নিতে পারবে না। আমার ভাইরাল হাওয়া ভিডিওটিকে কে বা কারা এডিট করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর একটি ভিডিও ভাইরালের বিষয় নির্বাচন অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম আলম বলেন, ‘ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কারণ দর্শনের চিঠি ইস্যু হচ্ছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে, লাইসেন্সধারী!’
নির্বাচনী জনসভায় এভাবেই বক্তব্য দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। গত রোববার সন্ধ্যায় দেওয়া এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় নির্বাচনী পথসভায় এমন বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাকের হোসেন চৌধুরী বাচ্চু। এ সময় অনেক নেতাকর্মী ও সমর্থক তাঁর কথাকে সমর্থন জানিয়ে সুর মেলান।
প্রায় ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে জাকের হোসেন চৌধুরী বাচ্চু ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। যত বড় গুন্ডা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, একবিন্দু মাত্র বিশৃঙ্খলা করার সুযোগ নেই। আমি সরকারি দলের লোক, আমার তো সরকারি গুন্ডা আছে। আছে না-লাইসেন্সধারী! এরা কি উনাদের কাজ করবে, না আমি নির্দেশ দিলে আমার কাজ করবে? এনারা এত হুমকি-ধমকি দিয়ে ভয়-টয় এগুলো আপনারা করবেন না।’
ভিডিওতে আরও বলতে শোনা যায়, ‘এগুলো আপনারা জানেন, আপনারা ভালোভাবে জানেন। এই এলাকায়, এই প্রেমবাজারে একসময় ডাকাতের অভয়ারণ্য ছিল। ডাকাতি এমনভাবে করত, তারা রাতে ডাকাতি করত, দিনের বেলায় এখানে বিভিন্ন জায়গায় জুয়া খেলা দিত। এটা আওয়ামী লীগ নামধারী হয়েছিল।’
এই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাচ্চু বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওতে আমি বলেছি, সরকারি পুলিশ বাহিনী থাকলে কেউ জোর করে ভোট নিতে পারবে না। আমার ভাইরাল হাওয়া ভিডিওটিকে কে বা কারা এডিট করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।’
এ বিষয়ে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘পুঁইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর একটি ভিডিও ভাইরালের বিষয় নির্বাচন অফিস থেকে আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম আলম বলেন, ‘ভিডিওটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁর বিরুদ্ধে কারণ দর্শনের চিঠি ইস্যু হচ্ছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
১৭ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২২ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
২৭ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে